নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে আনুমানিক এক মাস সময় লাগবে। আজ শনিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডিএনএ পরীক্ষক মোহাম্মদ মাসুদ রাব্বী সবুজ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ মাসুদ রাব্বী জানান, মরদেহগুলো থেকে ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য দাঁত ও হাড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। দাবিদারদের থেকেও তাঁদের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে নিখোঁজের বাবা-মা অথবা ভাইবোনের নমুনা নেওয়া হচ্ছে। এটা অব্যাহত থাকবে। দাবিদাররা যতক্ষণ পর্যন্ত আসবে, নমুনা সংগ্রহ করা হবে।
আজ বেলা দেড়টা পর্যন্ত ৩৪টি মরদেহের জন্য ৪৭ জন দাবিদারের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে মাসুদ বলেন, ‘যে নমুনাগুলো সংগ্রহ করেছি, ল্যাবে সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে যাবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক এক মাস সময় লাগবে। পরে জেলা প্রশাসন ও রূপগঞ্জ থানার মাধ্যমে ফলাফল জানা যাবে।’
সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার মুস্তাফিজুর মুনির বলেন, আমাদের জন্য কাজটা চ্যালেঞ্জিং। কারণ মরদেহগুলো পুরোপুরি পুড়ে গিয়েছে। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো নিশ্চিত করার জন্যে গতকাল থেকেই কাজ করছি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে আনুমানিক এক মাস সময় লাগবে। আজ শনিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডিএনএ পরীক্ষক মোহাম্মদ মাসুদ রাব্বী সবুজ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ মাসুদ রাব্বী জানান, মরদেহগুলো থেকে ডিএনএ প্রোফাইল তৈরি করার জন্য দাঁত ও হাড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। দাবিদারদের থেকেও তাঁদের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে নিখোঁজের বাবা-মা অথবা ভাইবোনের নমুনা নেওয়া হচ্ছে। এটা অব্যাহত থাকবে। দাবিদাররা যতক্ষণ পর্যন্ত আসবে, নমুনা সংগ্রহ করা হবে।
আজ বেলা দেড়টা পর্যন্ত ৩৪টি মরদেহের জন্য ৪৭ জন দাবিদারের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে মাসুদ বলেন, ‘যে নমুনাগুলো সংগ্রহ করেছি, ল্যাবে সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে যাবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক এক মাস সময় লাগবে। পরে জেলা প্রশাসন ও রূপগঞ্জ থানার মাধ্যমে ফলাফল জানা যাবে।’
সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার মুস্তাফিজুর মুনির বলেন, আমাদের জন্য কাজটা চ্যালেঞ্জিং। কারণ মরদেহগুলো পুরোপুরি পুড়ে গিয়েছে। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো নিশ্চিত করার জন্যে গতকাল থেকেই কাজ করছি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
৭ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৯ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে