মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল (টাঙ্গাইল)
ঘাটাইলে পাখিদের জন্য দুটি ‘পাখি পল্লি’ প্রতিষ্ঠা করেছে ‘উদ্দীপন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাখি পল্লি দুটি প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলার উত্তর জামুরিয়া ও ফতেরপাড়া গ্রামে। উদ্দীপনের কর্মকর্তারা বলছেন, এর ফলে এ এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তর জামুরিয়া গ্রামে ফরেস্টারের ভিটার দক্ষিণ পাশে একটি পল্লি স্থাপন করা হয়েছে। গাছ-পালা ও জঙ্গলে ভরা এই ভিটাটির আয়তন প্রায় চার বিঘা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে বড় বড় প্রায় পঞ্চাশটি গাছ আছে। প্রতিটি গাছের উঁচু ডালে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। বেশ কিছু ঘুঘু ও শালিক পাখিকে হাঁড়িগুলোতে বসতে দেখা গেছে। এ ছাড়া চেনা-অচেনা অনেকগুলো পাখিকে ভিটার আশে পাশে ওড়াউড়ি করতে দেখা যায়।
এই পাখি পল্লির পাশে রেখা বেগমের (৫৫) বাড়ি। রেখা বলেন, স্যারেরা হাঁড়ি বাইন্দা রাখছে। পাখিগুলোর দিকে আমাগো খেয়াল রাখতে বলেছে। কাজটা ভালো হয়েছে বলে রেখা জানান। এ গ্রামের আরেক বাসিন্দা আলামিন হোসেন (২৭) বলেন, এভাবে সবাই যদি পাখির যত্ন নিত তাহলে বেশ ভালো হতো।
ভিটার মালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান বলেন, যখন শুনলাম পাখি সংরক্ষণের জন্য ওনারা (উদ্দীপনের কর্মকর্তারা) আমাদের ভিটায় পাখি পল্লী প্রতিষ্ঠা করতে চান তখন একবাক্যে রাজি হয়ে যাই। এ ধরনের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পাশের ভিটার মালিক একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, কর্মকর্তারা চাইলে আমার ভিটাতেও পাখি পল্লি প্রতিষ্ঠা করতে পারেন।
পাখি পল্লি সম্পর্কে জানতে চাইলে উদ্দীপনের ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. রাজ্জাক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে পাখির থাকার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা গ্রামীণ বনগুলোতে পাখি পল্লি প্রতিষ্ঠা করে পাখির আবাসস্থল সম্প্রসারিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে গ্রামীণ জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।
পাখি পল্লির ধারণা সম্পর্কে জানতে চাইলে ঘাটাইলের পাখি প্রেমিক ও শৌখিন ফটোগ্রাফার খাদেমুল মামুন বলেন, শুধু পাখিদের থাকার জন্য হাঁড়ি বাঁধলে হবে না। গ্রামের মানুষকে পাখি সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি ভিত্তিক সচেতনতা সৃষ্টি হলেই কেবল এ ধরনের উদ্যোগ টেকসই ও সফল হবে।
ঘাটাইলে পাখিদের জন্য দুটি ‘পাখি পল্লি’ প্রতিষ্ঠা করেছে ‘উদ্দীপন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাখি পল্লি দুটি প্রতিষ্ঠা করা হয়েছে উপজেলার উত্তর জামুরিয়া ও ফতেরপাড়া গ্রামে। উদ্দীপনের কর্মকর্তারা বলছেন, এর ফলে এ এলাকায় পাখির সংখ্যা বৃদ্ধি পাবে যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।
উত্তর জামুরিয়া গ্রামে ফরেস্টারের ভিটার দক্ষিণ পাশে একটি পল্লি স্থাপন করা হয়েছে। গাছ-পালা ও জঙ্গলে ভরা এই ভিটাটির আয়তন প্রায় চার বিঘা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে বড় বড় প্রায় পঞ্চাশটি গাছ আছে। প্রতিটি গাছের উঁচু ডালে মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। বেশ কিছু ঘুঘু ও শালিক পাখিকে হাঁড়িগুলোতে বসতে দেখা গেছে। এ ছাড়া চেনা-অচেনা অনেকগুলো পাখিকে ভিটার আশে পাশে ওড়াউড়ি করতে দেখা যায়।
এই পাখি পল্লির পাশে রেখা বেগমের (৫৫) বাড়ি। রেখা বলেন, স্যারেরা হাঁড়ি বাইন্দা রাখছে। পাখিগুলোর দিকে আমাগো খেয়াল রাখতে বলেছে। কাজটা ভালো হয়েছে বলে রেখা জানান। এ গ্রামের আরেক বাসিন্দা আলামিন হোসেন (২৭) বলেন, এভাবে সবাই যদি পাখির যত্ন নিত তাহলে বেশ ভালো হতো।
ভিটার মালিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান বলেন, যখন শুনলাম পাখি সংরক্ষণের জন্য ওনারা (উদ্দীপনের কর্মকর্তারা) আমাদের ভিটায় পাখি পল্লী প্রতিষ্ঠা করতে চান তখন একবাক্যে রাজি হয়ে যাই। এ ধরনের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি। পাশের ভিটার মালিক একই গ্রামের সাইফুল ইসলাম বলেন, কর্মকর্তারা চাইলে আমার ভিটাতেও পাখি পল্লি প্রতিষ্ঠা করতে পারেন।
পাখি পল্লি সম্পর্কে জানতে চাইলে উদ্দীপনের ঘাটাইল শাখার ব্যবস্থাপক মো. রাজ্জাক হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে পাখির থাকার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা গ্রামীণ বনগুলোতে পাখি পল্লি প্রতিষ্ঠা করে পাখির আবাসস্থল সম্প্রসারিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে গ্রামীণ জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।
পাখি পল্লির ধারণা সম্পর্কে জানতে চাইলে ঘাটাইলের পাখি প্রেমিক ও শৌখিন ফটোগ্রাফার খাদেমুল মামুন বলেন, শুধু পাখিদের থাকার জন্য হাঁড়ি বাঁধলে হবে না। গ্রামের মানুষকে পাখি সংরক্ষণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি ভিত্তিক সচেতনতা সৃষ্টি হলেই কেবল এ ধরনের উদ্যোগ টেকসই ও সফল হবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে