গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিকের মুনাফা: হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ০৬
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ২৩

গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীর মুনাফা নিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায় বাতিল করে হাইকোর্টের দেওয়া সিদ্ধান্তে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে এই বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি বিষয়টি কার্যতালিকায় আসবে। শুনানি শেষে আজ রোববার চেম্বার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 

ড. ইউনূসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আর শ্রমিকদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, মুনাফা আর মজুরি এক জিনিস নয়। মজুরি হলে শ্রম আদালতে যেতাম। এটা মুনাফা। যেটা দিতে হবে শ্রম আইনে বলা আছে। তারা (গ্রামীন কল্যাণ) দিচ্ছে না। 

এর আগে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীর মুনাফা নিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় গত বৃহস্পতিবার বাতিল করে দেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শ্রমিকরা। 

শ্রমিক কল্যাণ ও শ্রমিক অংশগ্রহণ তহবিল থেকে মুনাফা পেতে মামলা করা হয়েছিল। শুনানি শেষে গত ৩ এপ্রিল শ্রম আপিল ট্রাইব্যুনাল শ্রমিকদের মুনাফা দিতে রায় দেন। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। গত ৩১ মে হাইকোর্ট রুলসহ শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ছয় মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন।   

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কর্মীরা আপিল বিভাগে আবেদন করেছিলেন। গত ১০ জুলাই আপিল বিভাগ হাইকোর্টকে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। সে অনুযায়ী গত বৃহস্পতিবার রুল নিষ্পত্তি করেন হাইকোর্ট। 

১০৬ শ্রমিক ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন পদে গ্রামীণ কল্যাণে চাকরি করেছেন। তাদের মধ্যে কেউ অবসরে গেছেন আবার কাউকে চাকরিচ্যুত হয়েছেন। কিন্তু প্রতিষ্ঠানটির মুনাফার কোনো অংশ তারা পাননি। 

এদিকে ২০২১ সাল থেকে গ্রামীণ কল্যাণের মুনাফার অংশ শ্রমিকদের দেওয়া হচ্ছে। যে কারণে ১০৬ জন মুনাফার অংশ চেয়ে গ্রামীণ কল্যাণের কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেন। তাতে সাড়া না পেয়ে পরে তারা মামলা করেন। গত ৩ এপ্রিল শ্রম আপিল ট্রাইব্যুনাল তাদের মুনাফার অংশ দিতে নির্দেশ দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত