নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘যখন ই-কমার্সে কোনো নীতিমালা ছিল না, তখন ইভ্যালির শুরু। এখন নীতিমালা আছে। সেটা মেনেই তারা ব্যবসা করছে। তাদের সুযোগ দেওয়া উচিত।’ ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধনে এসে এই কথাগুলো বলছিলেন কাজী জাহিদুজ্জামান নিরু। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিরু জানান, ইভ্যালিতে গত এপ্রিলে চারটি বাইক অর্ডার করেছিলেন তিনি। এখনো সেগুলো বুঝে পাননি। তারপরও মোহাম্মদ রাসেলের মুক্তি চান এই গ্রাহক।
আরেক গ্রাহক রফিউদ্দিন বিপ্লব বলছিলেন, দুর্নীতির বিচার হোক, কিন্তু প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। প্রতিষ্ঠান বন্ধ হলে আমাদের টাকা দেবে কে?
ইভ্যালির পণ্য সরবরাহকারী মোহাম্মদ রশিদ বলেন, আমাদের টাকার দায় ইভ্যালি ছাড়া আর কেউ নেবে না। এ কারণেই আমরা মোহাম্মদ রাসেলের মুক্তি চাই।
বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বেকওয়া) এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক, সরবরাহকারী এবং কর্মীদের প্রত্যেকেরই বক্তব্য এমনই। নিজেদের টাকা ফিরে পাওয়ার জন্যই তারা রাসেলের মুক্তি চাইছেন।
ভুক্তভোগীরা বিভিন্ন ধরনের ফেস্টুন ও ব্যানার হাতে অংশ নেন। ফেস্টুনে ‘রাসেল ভাইয়ের মুক্তি চাই’, ‘ইভ্যালি বাঁচলে বাঁচবে গ্রাহক’, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন বৃথা যেতে দেবো না, জয় (সজীব ওয়াজেদ জয়) ভাইয়ের স্বপ্ন বৃথা যেতে দেব না সহ বিভিন্ন স্লোগান লিখে আনেন তারা।
রাসেল ও তাঁর স্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ রাসেল গ্রেপ্তারের পর থেকে প্রায় প্রতিদিনই মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন ইভ্যালি গ্রাহক ও সরবরাহকারীদের একাংশ। গত শুক্রবারও শাহবাগ মোড়ে মানববন্ধন করেছিলেন তারা। পরে পুলিশের বাধার মুখে তাদের সমাবেশ শেষ করতে হয়।
‘যখন ই-কমার্সে কোনো নীতিমালা ছিল না, তখন ইভ্যালির শুরু। এখন নীতিমালা আছে। সেটা মেনেই তারা ব্যবসা করছে। তাদের সুযোগ দেওয়া উচিত।’ ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধনে এসে এই কথাগুলো বলছিলেন কাজী জাহিদুজ্জামান নিরু। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিরু জানান, ইভ্যালিতে গত এপ্রিলে চারটি বাইক অর্ডার করেছিলেন তিনি। এখনো সেগুলো বুঝে পাননি। তারপরও মোহাম্মদ রাসেলের মুক্তি চান এই গ্রাহক।
আরেক গ্রাহক রফিউদ্দিন বিপ্লব বলছিলেন, দুর্নীতির বিচার হোক, কিন্তু প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। প্রতিষ্ঠান বন্ধ হলে আমাদের টাকা দেবে কে?
ইভ্যালির পণ্য সরবরাহকারী মোহাম্মদ রশিদ বলেন, আমাদের টাকার দায় ইভ্যালি ছাড়া আর কেউ নেবে না। এ কারণেই আমরা মোহাম্মদ রাসেলের মুক্তি চাই।
বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বেকওয়া) এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক, সরবরাহকারী এবং কর্মীদের প্রত্যেকেরই বক্তব্য এমনই। নিজেদের টাকা ফিরে পাওয়ার জন্যই তারা রাসেলের মুক্তি চাইছেন।
ভুক্তভোগীরা বিভিন্ন ধরনের ফেস্টুন ও ব্যানার হাতে অংশ নেন। ফেস্টুনে ‘রাসেল ভাইয়ের মুক্তি চাই’, ‘ইভ্যালি বাঁচলে বাঁচবে গ্রাহক’, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন বৃথা যেতে দেবো না, জয় (সজীব ওয়াজেদ জয়) ভাইয়ের স্বপ্ন বৃথা যেতে দেব না সহ বিভিন্ন স্লোগান লিখে আনেন তারা।
রাসেল ও তাঁর স্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ রাসেল গ্রেপ্তারের পর থেকে প্রায় প্রতিদিনই মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন ইভ্যালি গ্রাহক ও সরবরাহকারীদের একাংশ। গত শুক্রবারও শাহবাগ মোড়ে মানববন্ধন করেছিলেন তারা। পরে পুলিশের বাধার মুখে তাদের সমাবেশ শেষ করতে হয়।
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
২ মিনিট আগেকুয়াকাটায় জেলের জালে ধরা পড়া ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাজার থেকে মাছটি কেনার পর এক ব্যবসায়ী তা অনলাইনে বিক্রি করেন।
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
১২ মিনিট আগেবিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
৩২ মিনিট আগে