নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে এক কোটি ও আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠন ও আইন সহায়তাকারী সংগঠন এই রিট আবেদন করে।
আবেদনে নিহতদের পরিবারকে ১০ লাখ ও আহতদের আপাতত পাঁচ লাখ টাকা করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ারও প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
গত শনিবার রাতে সংগঠনগুলো ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর রিট আবেদনগুলো দাখিল করেছে। আইনজীবী শাহীনুজ্জামান শাহীন রিট আবেদনের কথা নিশ্চিত করেছেন।
সংগঠনগুলো হলো আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।
শ্রম ও কর্মসংস্থান সচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ডিআইজি ঢাকা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নারায়ণগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাশেম ফুডস লিমিটেডকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রূপগঞ্জের কারখানায় আগুন লাগে। পরের দিন আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরই মধ্যে আগুনে পুড়ে নিহত হন ৫২ জন। শনিবার পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা করেছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে এক কোটি ও আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠন ও আইন সহায়তাকারী সংগঠন এই রিট আবেদন করে।
আবেদনে নিহতদের পরিবারকে ১০ লাখ ও আহতদের আপাতত পাঁচ লাখ টাকা করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ারও প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
গত শনিবার রাতে সংগঠনগুলো ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর রিট আবেদনগুলো দাখিল করেছে। আইনজীবী শাহীনুজ্জামান শাহীন রিট আবেদনের কথা নিশ্চিত করেছেন।
সংগঠনগুলো হলো আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।
শ্রম ও কর্মসংস্থান সচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ডিআইজি ঢাকা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নারায়ণগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাশেম ফুডস লিমিটেডকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রূপগঞ্জের কারখানায় আগুন লাগে। পরের দিন আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরই মধ্যে আগুনে পুড়ে নিহত হন ৫২ জন। শনিবার পুলিশ এ ঘটনায় একটি হত্যা মামলা করেছে।
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
১ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
১১ মিনিট আগেভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
১৭ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
৩৬ মিনিট আগে