দোহার (ঢাকা) প্রতিনিধি
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর দোহার উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামীম আহাম্মেদ হান্নানের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডর আন্তা এলাকায় এ হামলা হয়।
এই ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী তৈয়বুর রহমান তরুন লোকজন নিয়ে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান। এ হামলায় তাঁর গাড়ি ভাঙচুরের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
স্বতন্ত্র প্রার্থী হান্নান ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ হান্নান উপজেলা পরিষদের মিটিং শেষে বাড়ি ফিরছিলেন। তিনি নয়াবাড়ী ইউনিয়নের আন্তা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুন ও তাঁর লোকজন হামলা করে গাড়ি ভাঙচুর করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামীম আহাম্মেদ হান্নান আরও বলেন, আমি দীর্ঘ ১১ বছর ধরে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। জনগণ আমাকে ভালোবাসে। আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তরুন নৌকা প্রতীক পাওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এ ব্যাপার আমি গত চার দিন আগে দোহার উপজেলা নির্বাচন কার্যালয় এবং দোহার থানায় লিখিত অভিযোগ করেছি। এর পরেও আমার ওপর আজ যে হামলা করা হলো; আমি এর সঠিক বিচার চাই। পাশাপাশি আমার জীবনের নিরাপত্তা চাই।
এ ঘটনায় অভিযুক্ত তৈয়বুর রহমান তরুন বলেন, নির্বাচন অফিস থেকে আমাকে নির্বাচনী প্রচারণার জন্য তিনটি ক্যাম্প করার অনুমতি দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকেলে দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহাম্মেদ হান্নানের এলাকা আন্তা গ্রামে একটি প্রচারণা ক্যাম্প করতে গেলে তিনিসহ তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, হান্নান চেয়ারম্যান আমার অফিসে কয়েক দিন আগে একটি লিখিত অভিযোগ করেছিল। আজ তাঁর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর হওয়ার বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ বলেন, হান্নান চেয়ারম্যানের অভিযোগের ভিডিও তদন্ত চলছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর দোহার উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শামীম আহাম্মেদ হান্নানের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডর আন্তা এলাকায় এ হামলা হয়।
এই ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী তৈয়বুর রহমান তরুন লোকজন নিয়ে এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান শামিম আহমেদ হান্নান। এ হামলায় তাঁর গাড়ি ভাঙচুরের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
স্বতন্ত্র প্রার্থী হান্নান ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ হান্নান উপজেলা পরিষদের মিটিং শেষে বাড়ি ফিরছিলেন। তিনি নয়াবাড়ী ইউনিয়নের আন্তা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুন ও তাঁর লোকজন হামলা করে গাড়ি ভাঙচুর করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শামীম আহাম্মেদ হান্নান আরও বলেন, আমি দীর্ঘ ১১ বছর ধরে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। জনগণ আমাকে ভালোবাসে। আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তরুন নৌকা প্রতীক পাওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এ ব্যাপার আমি গত চার দিন আগে দোহার উপজেলা নির্বাচন কার্যালয় এবং দোহার থানায় লিখিত অভিযোগ করেছি। এর পরেও আমার ওপর আজ যে হামলা করা হলো; আমি এর সঠিক বিচার চাই। পাশাপাশি আমার জীবনের নিরাপত্তা চাই।
এ ঘটনায় অভিযুক্ত তৈয়বুর রহমান তরুন বলেন, নির্বাচন অফিস থেকে আমাকে নির্বাচনী প্রচারণার জন্য তিনটি ক্যাম্প করার অনুমতি দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকেলে দোহারের নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহাম্মেদ হান্নানের এলাকা আন্তা গ্রামে একটি প্রচারণা ক্যাম্প করতে গেলে তিনিসহ তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, হান্নান চেয়ারম্যান আমার অফিসে কয়েক দিন আগে একটি লিখিত অভিযোগ করেছিল। আজ তাঁর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর হওয়ার বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ বলেন, হান্নান চেয়ারম্যানের অভিযোগের ভিডিও তদন্ত চলছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
১৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
১ ঘণ্টা আগে