সখীপুরে বেতবনে চিতাবাঘের বিচরণ, গ্রামজুড়ে আতঙ্ক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮: ২৪
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৯: ১৮

টাঙ্গাইলের সখীপুরে একটি বেতবাগানে বেশ কয়েক দিন ধরে চিতাবাঘ বিচরণ করছে বলে জানা গেছে। এতে গ্রামবাসীর মধ্যে কয়েক সপ্তাহ ধরে আতঙ্ক বিরাজ করছে। বেশ কয়েক দিন ধরে উপজেলার হতেয়া গ্রামের লোকজন বাঘ দেখেছে বলে প্রচার করলেও অনেকেই তা বিশ্বাস করেনি। কিন্তু গতকাল শনিবার বিকেলে স্থানীয় এক যুবক দূর থেকে বেতবনের সড়কে বসে থাকা একটি চিতাবাঘের ছবি ফেসবুকে পোস্ট করলে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

হতেয়া গ্রামের বাসিন্দা স্বপন আহমেদ বলেন, ‘এত দিন বাঘ দেখার বিষয়টি কেউ পাত্তা দেয়নি। কিন্তু ছবিটি ফেসবুকে পোস্ট করলে গতকাল বিকেল থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ওই বাঘ চারটি ছাগল খেয়ে ফেলেছে। কেউ কেউ বাঘের কয়েকটি বাচ্চাও দেখেছে বলে জানিয়েছে।’ 

হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের হতেয়া রেঞ্জ কার্যালয়ের কাছেই একটি বেতবন রয়েছে। ওই বনেই বাঘটি নিয়মিত আনাগোনা করে। 

এ বিষয়ে বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ বলেন, ‘প্রায় তিন মাস ধরে এলাকায় একটি চিতাবাঘ বিচরণ করছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলেছি। একই সঙ্গে ওই বেতবনে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত