পাংশায় প্রতীক বরাদ্দের আগেই নৌকা প্রার্থীদের ফেসবুকে প্রচারণা 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৩

রাজবাড়ীর পাংশায় পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকের মাধ্যমে প্রতীকযুক্ত পোস্টার করে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত একাধিক প্রার্থীর বিরুদ্ধে। 

অভিযুক্ত প্রার্থীরা হলেন—কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ, সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আজমল আল বাহার, বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) ও বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইমান আলী সরদার। 

কসবামাজাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শারিয়ার সুফল মাহমুদ বলেন, ‘এখনো প্রেস থেকে পোস্টার আনা হয় নাই। কেউ যদি নিজেরা অতিরঞ্জিতভাবে আগ্রহ প্রকাশ ছবি দিয়ে বানিয়ে প্রকাশ করে থাকে, সে বিষয়েও আমি জানি না।’

বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ুন কবীর (শাকিল) বলেন, ‘আমি প্রেসে পোস্টার করতে দিয়েছি, এখনো হাতে পাইনি। ফেসবুকে প্রচারের বিষয়ে আমি জানি না। তবে প্রেসের লোকেরা তাদের প্রচারের সার্থে এগুলো করতে পারেন। 

বাবুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. ইমান আলী সরদার বলেন, ‘আমি বাটন ফোন চালাই। আমার কোনো ফেসবুক নাই। আমি এ বিষয়ে কিছু জানি না।’

সরিষা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আজমল আল বাহারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আলিম বলেন, প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের শামিল। ইতিমধ্যে বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত