নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলে গেলেন জনপ্রিয় জ্যোতিষী ও গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্লিনিকের কর্মকর্তা গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে এ খবর নিশ্চিত করেছেন। কাওসার আহমেদ চৌধুরী কোভিড, নিউমোনিয়াসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
‘এই রুপালি গিটার ফেলে’; ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’; ‘যেখানে সীমান্ত তোমার’; ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’; ‘এলোমেলো বাতাসে’; ‘কবিতা পড়ার প্রহর এসেছে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী।
১১ ফেব্রুয়ারি দুপুরে কাওসার আহমেদ চৌধুরীর রক্তে হিমোগ্লোবিন বিপজ্জনকভাবে কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের (বি পজিটিভ) প্রয়োজন পড়ে। পরবর্তী সময়ে তাঁকে রক্ত দেওয়া হয়। করোনাভাইরাসেও আক্রান্ত ছিলেন তিনি।
অনেক দিন ধরে কিডনি ও স্নায়বিক জটিলতায় ভুগছিলেন কাওসার আহমেদ চৌধুরী। ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরদিন পারিবারিক চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি ক্লিনিকে।
কাওসার আহমেদ চৌধুরীর লেখা অসংখ্য গান গেয়েছে ফিডব্যাক, এলআরবি, মাইলসের মতো ব্যান্ড। এ ছাড়া সামিনা চৌধুরী, লাকী আখান্দ্, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো শিল্পীরাও তাঁর লেখা গান তুলে নিয়েছেন নিজেদের কণ্ঠে। সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে। এ ছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন কাওসার আহমেদ চৌধুরী।
চলে গেলেন জনপ্রিয় জ্যোতিষী ও গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্লিনিকের কর্মকর্তা গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে এ খবর নিশ্চিত করেছেন। কাওসার আহমেদ চৌধুরী কোভিড, নিউমোনিয়াসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
‘এই রুপালি গিটার ফেলে’; ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’; ‘যেখানে সীমান্ত তোমার’; ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’; ‘এলোমেলো বাতাসে’; ‘কবিতা পড়ার প্রহর এসেছে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী।
১১ ফেব্রুয়ারি দুপুরে কাওসার আহমেদ চৌধুরীর রক্তে হিমোগ্লোবিন বিপজ্জনকভাবে কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের (বি পজিটিভ) প্রয়োজন পড়ে। পরবর্তী সময়ে তাঁকে রক্ত দেওয়া হয়। করোনাভাইরাসেও আক্রান্ত ছিলেন তিনি।
অনেক দিন ধরে কিডনি ও স্নায়বিক জটিলতায় ভুগছিলেন কাওসার আহমেদ চৌধুরী। ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরদিন পারিবারিক চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি ক্লিনিকে।
কাওসার আহমেদ চৌধুরীর লেখা অসংখ্য গান গেয়েছে ফিডব্যাক, এলআরবি, মাইলসের মতো ব্যান্ড। এ ছাড়া সামিনা চৌধুরী, লাকী আখান্দ্, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো শিল্পীরাও তাঁর লেখা গান তুলে নিয়েছেন নিজেদের কণ্ঠে। সেগুলো জনপ্রিয়তাও পেয়েছে। এ ছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন কাওসার আহমেদ চৌধুরী।
বিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৩ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে