গাজীপুর প্রতিনিধি
১৫ দিনের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও জিএমপির বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে (সোমবার) সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়। বেলা ৪টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে কারখানার ভেতর অবস্থান নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস শ্রমিকদের গত জুন মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। আজ (সোমবার) দুপুরের আগেই গত জুন মাসের মাসের ১৫ দিনের বেতন পরিশোধের কথা ছিল।
কিন্তু মালিক পক্ষ কথা অনুযায়ী বেতন পরিশোধে ব্যর্থ হয়। শ্রমিকেরা সকাল ৮টার দিকে কারখানায় আসলেও কাজে যোগ না দিয়ে বেতনের জন্য কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। পরে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও জিএমপির বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়। বেলা ৪টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টসের মালিক মো. মহিউদ্দিন জানান, ‘ইতিমধ্যে ঢাকা থেকে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে রওনা দিয়েছি। আমরা পথিমধ্যে আছি। সন্ধ্যার মধ্যেই বেতনাদি পরিশোধ করা হবে।’
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করবে, এমন আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় চলে যায়। আন্দোলনে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।’
১৫ দিনের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শিল্প পুলিশ ও জিএমপির বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে (সোমবার) সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়। বেলা ৪টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে কারখানার ভেতর অবস্থান নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস শ্রমিকদের গত জুন মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। আজ (সোমবার) দুপুরের আগেই গত জুন মাসের মাসের ১৫ দিনের বেতন পরিশোধের কথা ছিল।
কিন্তু মালিক পক্ষ কথা অনুযায়ী বেতন পরিশোধে ব্যর্থ হয়। শ্রমিকেরা সকাল ৮টার দিকে কারখানায় আসলেও কাজে যোগ না দিয়ে বেতনের জন্য কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। পরে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও জিএমপির বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়। বেলা ৪টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টসের মালিক মো. মহিউদ্দিন জানান, ‘ইতিমধ্যে ঢাকা থেকে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে রওনা দিয়েছি। আমরা পথিমধ্যে আছি। সন্ধ্যার মধ্যেই বেতনাদি পরিশোধ করা হবে।’
গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করবে, এমন আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় চলে যায়। আন্দোলনে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।’
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
৫ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
২১ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
২৪ মিনিট আগে