নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে দেশের বিভিন্ন শ্রেণিপেশার ৬০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠির পাশাপাশি ফোন করে তাঁদের সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ২০ জন করে বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। আগামী শনিবার দুটি ও রোববার একটি বৈঠক হবে।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত দুটি বৈঠক হবে। রোববার বিকেল ৪টা থেকে একই বৈঠক হবে। এটা হবে দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। আমন্ত্রিত ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেটা ৬০ জনের মতো হবে।
একটি সূত্র জানায়, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মনসুরুল হক চৌধুরী, রোকন উদ্দিন মাহমুদ, এএফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, এম কে রহমান এবং শাহদীন মালিককে বৈঠকে ডেকেছে সার্চ কমিটি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, সাংবাদিক আবেদ খান ও মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনও আমন্ত্রণ পেয়েছেন।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক আসিফ নজরুলকে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, হামিম গ্রুপের মালিক এ কে আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, সাবেক ইসি আব্দুল মোবারক, সাখাওয়াত হোসেন; কবি মহাদেব সাহা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাককে সার্চ কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।
নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে দেশের বিভিন্ন শ্রেণিপেশার ৬০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠির পাশাপাশি ফোন করে তাঁদের সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ২০ জন করে বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। আগামী শনিবার দুটি ও রোববার একটি বৈঠক হবে।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সার্চ কমিটির দ্বিতীয় বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত দুটি বৈঠক হবে। রোববার বিকেল ৪টা থেকে একই বৈঠক হবে। এটা হবে দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। আমন্ত্রিত ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেটা ৬০ জনের মতো হবে।
একটি সূত্র জানায়, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মনসুরুল হক চৌধুরী, রোকন উদ্দিন মাহমুদ, এএফ হাসান আরিফ, এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, এম কে রহমান এবং শাহদীন মালিককে বৈঠকে ডেকেছে সার্চ কমিটি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, সাংবাদিক আবেদ খান ও মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনও আমন্ত্রণ পেয়েছেন।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক আসিফ নজরুলকে আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, হামিম গ্রুপের মালিক এ কে আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, সাবেক ইসি আব্দুল মোবারক, সাখাওয়াত হোসেন; কবি মহাদেব সাহা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাককে সার্চ কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।
রায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৫ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৬ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
১৫ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
২৫ মিনিট আগে