ঢামেক প্রতিবেদক
রাজধানীর গুলশানে আমেরিকান দুতাবাসের গাড়ির গ্যারেজের সামনে ট্রাক ধাক্কায় রিকশা আরোহী রিহান (৫) নামের এক শিশু মারা গেছে। আহত হয়েছে পরিবারের আরও তিনজন।
রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে রিহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হলেন শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আব্দুর রহিম ও মা শাহজাদী আক্তার মাফারা (২৫)।
শিশুটির মামা নজরুল ইসলাম জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে। বর্তমানে গুলশান বাঁশতলা এলাকায় ভাড়া থাকে। আব্দুর রহিম গুলশানে মুদি দোকান করেন।
নজরুল ইসলাম জানান, রাতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন বাজারে যান বাজার করতে। সেখান থেকে রিকশা যোগে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে রিহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিহানের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহী ও তার মা মাফারাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য শাহবুদ্দিন হাসপাতালে ভর্তি করা রয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আমেরিকান দুতাবাসের গাড়ির গ্যারেজের সামনের রাস্তা দিয়ে রিকশা করে যাচ্ছিলেন তারা। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রিকশা থেকে ছিটকে পরে চার জন আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মারা যায়।
নজরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশা চালককে পাওয়া যায়নি। এই ঘটনা এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
রাজধানীর গুলশানে আমেরিকান দুতাবাসের গাড়ির গ্যারেজের সামনে ট্রাক ধাক্কায় রিকশা আরোহী রিহান (৫) নামের এক শিশু মারা গেছে। আহত হয়েছে পরিবারের আরও তিনজন।
রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে রিহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হলেন শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আব্দুর রহিম ও মা শাহজাদী আক্তার মাফারা (২৫)।
শিশুটির মামা নজরুল ইসলাম জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে। বর্তমানে গুলশান বাঁশতলা এলাকায় ভাড়া থাকে। আব্দুর রহিম গুলশানে মুদি দোকান করেন।
নজরুল ইসলাম জানান, রাতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন বাজারে যান বাজার করতে। সেখান থেকে রিকশা যোগে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে রিহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিহানের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহী ও তার মা মাফারাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য শাহবুদ্দিন হাসপাতালে ভর্তি করা রয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আমেরিকান দুতাবাসের গাড়ির গ্যারেজের সামনের রাস্তা দিয়ে রিকশা করে যাচ্ছিলেন তারা। এ সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রিকশা থেকে ছিটকে পরে চার জন আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মারা যায়।
নজরুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে রিকশা চালককে পাওয়া যায়নি। এই ঘটনা এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে