গোপালগঞ্জ প্রতিনিধি
মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামা নিহত হয়েছেন। আজ শুক্রবার রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে শহরতলীর মান্দারতলা এলাকায় বাসায় ফেরার পথে বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন রনজিত।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল রনজিতকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি টুঙ্গিপাড়া উপজেলার রুপাহাটি গ্রামের কালীপদ বাড়ৈর ছেলে ও শহরের পূর্ব থানাপাড়া এলাকার বাসিন্দা।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলায় আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘শুক্রবার বিকেল ৫ টার দিকে ঢাকা খুলনা-মহাসড়কে গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে তার মৃত্যু হয়। মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ছাড়া ঘাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামা নিহত হয়েছেন। আজ শুক্রবার রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে শহরতলীর মান্দারতলা এলাকায় বাসায় ফেরার পথে বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন রনজিত।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল রনজিতকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি টুঙ্গিপাড়া উপজেলার রুপাহাটি গ্রামের কালীপদ বাড়ৈর ছেলে ও শহরের পূর্ব থানাপাড়া এলাকার বাসিন্দা।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, জেলায় আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, ‘শুক্রবার বিকেল ৫ টার দিকে ঢাকা খুলনা-মহাসড়কে গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে তার মৃত্যু হয়। মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ছাড়া ঘাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে