ঢামেক প্রতিনিধি
গাজীপুর থেকে তিন পুলিশ সদস্যকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন কনস্টেবল ফুয়াদ হাসান (৩০), মোরশেদ খান (৩০) ও এসআই প্রবীর (৪৫)।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে পুলিশ সদস্য ফুয়াদ হাসানের মুখমণ্ডলসহ ডান হাতের কবজি ক্ষতবিক্ষত হয়েছে। মোরশেদের পিঠ, পা ও দুই হাত এবং প্রবীরের মাথায় ও থুতনিতে আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া জানান, গাজীপুর থেকে তিন পুলিশ সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি গুরুতর। তাঁর মুখমণ্ডলের পাশাপাশি ডান হাতের কবজিও ক্ষতবিক্ষত। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, পুলিশ সদস্য মোরশেদ খান ও ফুয়াদ জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাঁদের শরীরে আগে থেকে ব্যান্ডেজ ছিল। ব্যান্ডেজ খুলে তাঁর ক্ষত জায়গাটি দেখা হচ্ছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। অপর পুলিশ সদস্য প্রবীরকে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়েছে।
এই পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে গাজীপুর বাসন থানার (পরিদর্শক তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় ওই তিন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কীভাবে তাঁরা আহত হয়েছে জানা যায়নি। তাঁরা গাজীপুর পুলিশ লাইনে কর্মরত।
গাজীপুর থেকে তিন পুলিশ সদস্যকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন কনস্টেবল ফুয়াদ হাসান (৩০), মোরশেদ খান (৩০) ও এসআই প্রবীর (৪৫)।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাঁদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে পুলিশ সদস্য ফুয়াদ হাসানের মুখমণ্ডলসহ ডান হাতের কবজি ক্ষতবিক্ষত হয়েছে। মোরশেদের পিঠ, পা ও দুই হাত এবং প্রবীরের মাথায় ও থুতনিতে আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া জানান, গাজীপুর থেকে তিন পুলিশ সদস্য আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে ফুয়াদের অবস্থা বেশি গুরুতর। তাঁর মুখমণ্ডলের পাশাপাশি ডান হাতের কবজিও ক্ষতবিক্ষত। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, পুলিশ সদস্য মোরশেদ খান ও ফুয়াদ জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাঁদের শরীরে আগে থেকে ব্যান্ডেজ ছিল। ব্যান্ডেজ খুলে তাঁর ক্ষত জায়গাটি দেখা হচ্ছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। অপর পুলিশ সদস্য প্রবীরকে নিউরোসার্জারি বিভাগে পাঠানো হয়েছে।
এই পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে গাজীপুর বাসন থানার (পরিদর্শক তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় ওই তিন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কীভাবে তাঁরা আহত হয়েছে জানা যায়নি। তাঁরা গাজীপুর পুলিশ লাইনে কর্মরত।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে