টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনে একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। রেলওয়ে পুলিশের ধারণা, পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে।
আজ বুধবার ভোরে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলো টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) এবং একই উপজেলার হুগড়া ইউনিয়নের মৈলানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)। তারা দুজনই ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করত।
পুলিশ ও স্থানীয়রা বলছে, হাবিল ও রিতা আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে একত্রে শ্রমিকের কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা দুজনে কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। বুধবার ভোরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার জোড়বাড়ী এলাকায় ট্রেনে কাটা পরে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
জোড়বাড়ী লেভেল ক্রসিংয়ের গেটকিপার সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।’
ঘারিন্দা রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, প্রেমঘঠিত কারণে তারা আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনে একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। রেলওয়ে পুলিশের ধারণা, পারিবারিকভাবে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে।
আজ বুধবার ভোরে উপজেলার কাশিল ইউনিয়নের ট্রেনলাইনের জোড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলো টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) এবং একই উপজেলার হুগড়া ইউনিয়নের মৈলানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)। তারা দুজনই ভাতকুড়া এলাকায় আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করত।
পুলিশ ও স্থানীয়রা বলছে, হাবিল ও রিতা আলাউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডে একত্রে শ্রমিকের কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পারিবারিকভাবে তাদের প্রেমের সম্পর্কটি মেনে না নেওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা দুজনে কর্মস্থল থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ হয়। বুধবার ভোরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার জোড়বাড়ী এলাকায় ট্রেনে কাটা পরে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
জোড়বাড়ী লেভেল ক্রসিংয়ের গেটকিপার সুলতান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোর ৪টার দিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।’
ঘারিন্দা রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, প্রেমঘঠিত কারণে তারা আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
৩০ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে