নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টারে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে সমিতি।
ল্যাপটপ আমদানিতে মূসক প্রত্যাহারের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ল্যাপটপের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাবের পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির ফলে মোট ২৫ শতাংশ মূল্য বাড়বে। এ ক্ষেত্রে কাস্টমস ডিউটি (সিডি), অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি), অ্যাডভান্স ট্রেড ভ্যাট যুক্ত হয়ে ল্যাপটপের দাম প্রায় ৩১ শতাংশ বাড়বে। এ ক্ষেত্রে যে ল্যাপটপটির মূল্য ছিল ১ লাখ টাকা, তার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।
একইভাবে প্রিন্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে মূসক প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাবের ফলে আগামী অর্থবছরে প্রিন্টার, কার্টিজ ও টোনারের দাম বাড়বে। এ দেশে প্রিন্টার সামগ্রী উৎপাদনে অনেক প্রতিষ্ঠান কাজ করলেও উৎপাদন শুরু করতে আরও সময়ের প্রয়োজন। তাই ভোক্তাদের স্বার্থ বিবেচনায় ১৫ শতাংশ মূসক প্রত্যাহার দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি সুব্রত সরকার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বেসিসের সহসভাপতি আবু দাউদ খান, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক প্রমুখ।
দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টারে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে সমিতি।
ল্যাপটপ আমদানিতে মূসক প্রত্যাহারের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ল্যাপটপের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রস্তাবের পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির ফলে মোট ২৫ শতাংশ মূল্য বাড়বে। এ ক্ষেত্রে কাস্টমস ডিউটি (সিডি), অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি), অ্যাডভান্স ট্রেড ভ্যাট যুক্ত হয়ে ল্যাপটপের দাম প্রায় ৩১ শতাংশ বাড়বে। এ ক্ষেত্রে যে ল্যাপটপটির মূল্য ছিল ১ লাখ টাকা, তার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ১ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।
একইভাবে প্রিন্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে মূসক প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাবের ফলে আগামী অর্থবছরে প্রিন্টার, কার্টিজ ও টোনারের দাম বাড়বে। এ দেশে প্রিন্টার সামগ্রী উৎপাদনে অনেক প্রতিষ্ঠান কাজ করলেও উৎপাদন শুরু করতে আরও সময়ের প্রয়োজন। তাই ভোক্তাদের স্বার্থ বিবেচনায় ১৫ শতাংশ মূসক প্রত্যাহার দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি সুব্রত সরকার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বেসিসের সহসভাপতি আবু দাউদ খান, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক প্রমুখ।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে