অবশেষে পরিবার ফিরে পেল অঞ্জনা, নির্যাতনকারী গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৪: ১৯
আপডেট : ০১ জুন ২০২৩, ১৫: ২৩

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সাত বছর ধরে আটকে রাখা ও নির্যাতনের অভিযোগে উদ্ধার হওয়া গৃহকর্মী অঞ্জনা আক্তারের পরিবারের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল বুধবার ভোর ৫টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে অঞ্জনাকে উদ্ধার করে পুলিশ। 

সাত বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া অঞ্জনার দেওয়া ঠিকানা খোঁজা শুরু করে ৷ পরে ভাটারা থানায় থাকা একই এলাকার এক পুলিশ সদস্যের সহায়তায় পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর অঞ্জনার ভাইয়ের স্ত্রী বাদী হয়ে নির্যাতনকারী গৃহকর্ত্রী শর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, উদ্ধার হওয়া গৃহকর্মী অঞ্জনার পরিবারের সন্ধান পাওয়া গেছে। তার বাড়ি সুনামগঞ্জের সালনা এলাকায়। তবে গ্রামে কেউ থাকে না। তার বাবা আগেই মারা গেছেন। মা অন্যত্র বিয়ে করেছেন। তারা চার ভাই বোন। তার ভাই সুজাত পরিবার নিয়ে ঢাকার মোহাম্মদপুরে থাকে। তাঁর সঙ্গে যোগাযোগ করে অঞ্জনার বিষয়টি জানানো হয়। পরে তাঁরা এসে অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি আসাদুজ্জামান আরও বলেন, মেয়েটিকে উদ্ধারের পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন পরিবারের হাতে হস্তান্তরের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত