নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁদের গ্রেপ্তারের পর লাখ লাখ পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে ইভ্যালির অফিস ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপাতত স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠানটির টি১০ ক্যাম্পেইন।
ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আলাদা দুটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
অফিস বন্ধসংক্রান্ত পোস্টে গ্রাহকদের আশ্বস্ত করতে ইভ্যালি বলেছে, ‘হোম অফিসর’ মধ্যেও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে।
পোস্টে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কাম্য করে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখে পাশে থাকার কথা বলা হয়েছে।
অপর আরেকটি পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, দুজন সিগনেটরির অনুপস্থিতিতে সেলারদের নিয়মিত বিল দিতে পারছে না প্রতিষ্ঠানটি। সে জন্য পণ্য ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
পোস্টে বলা হয়েছে, শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্রই শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার কনফার্ম করা হবে। অর্ডার কনফার্ম হলে গ্রাহকেরা পেমেন্ট করতে পারবেন।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি এবং চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।
বৃহস্পতিবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁদের গ্রেপ্তারের পর লাখ লাখ পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে ইভ্যালির অফিস ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপাতত স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠানটির টি১০ ক্যাম্পেইন।
ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আলাদা দুটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
অফিস বন্ধসংক্রান্ত পোস্টে গ্রাহকদের আশ্বস্ত করতে ইভ্যালি বলেছে, ‘হোম অফিসর’ মধ্যেও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে।
পোস্টে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কাম্য করে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখে পাশে থাকার কথা বলা হয়েছে।
অপর আরেকটি পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, দুজন সিগনেটরির অনুপস্থিতিতে সেলারদের নিয়মিত বিল দিতে পারছে না প্রতিষ্ঠানটি। সে জন্য পণ্য ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
পোস্টে বলা হয়েছে, শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্রই শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার কনফার্ম করা হবে। অর্ডার কনফার্ম হলে গ্রাহকেরা পেমেন্ট করতে পারবেন।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি এবং চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।
৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
১ ঘণ্টা আগে