শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি ইউসুব পাটোয়ারীকে (২৩) গ্রেপ্তার করেছে মাদারীপুর র্যাব-৮। আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর কামরাঙ্গীর চর থানার মধ্য রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুব পাটোয়ারী শিবচর উপজেলার কাঁচিকাটা বটতলা এলাকার বারেক পাটোয়ারীর ছেলে।
আজ শনিবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে ইউসুব। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়ের মা বাদী হয়ে শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরই গা ঢাকা দেয় ইউসুব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সোয়া ১১ টার দিকে মাদারীপুর র্যাব-৮ এবং ঢাকা র্যাব-১০ এর একটি বিশেষ দল ঢাকার কামরাঙ্গীরচর থানার মধ্য রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মোল্লা মার্কেটের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব-৮ মাদারীপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কোমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, ‘শিবচর থানা পুলিশের নিকট হতে আসামি গ্রেপ্তারের অনুরোধপত্র পেয়ে অভিযান চালায় র্যাব। পরে পলাতক আসামি ইউসুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়র্যাব-৮। আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।’
মাদারীপুর জেলার শিবচরে এক কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি ইউসুব পাটোয়ারীকে (২৩) গ্রেপ্তার করেছে মাদারীপুর র্যাব-৮। আজ শনিবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর কামরাঙ্গীর চর থানার মধ্য রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুব পাটোয়ারী শিবচর উপজেলার কাঁচিকাটা বটতলা এলাকার বারেক পাটোয়ারীর ছেলে।
আজ শনিবার সন্ধ্যায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে ইউসুব। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়ের মা বাদী হয়ে শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরই গা ঢাকা দেয় ইউসুব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সোয়া ১১ টার দিকে মাদারীপুর র্যাব-৮ এবং ঢাকা র্যাব-১০ এর একটি বিশেষ দল ঢাকার কামরাঙ্গীরচর থানার মধ্য রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মোল্লা মার্কেটের সামনে থেকে আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব-৮ মাদারীপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কোমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, ‘শিবচর থানা পুলিশের নিকট হতে আসামি গ্রেপ্তারের অনুরোধপত্র পেয়ে অভিযান চালায় র্যাব। পরে পলাতক আসামি ইউসুবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়র্যাব-৮। আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।’
রায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
৯ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
১০ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
১৯ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
২৯ মিনিট আগে