মাদারীপুর প্রতিনিধি
যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সবুজ সরদার (৬০) নামে পিকআপের এক চালক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।
আজ শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ সরদার বরিশালের হিজলা উপজেলার মৃত হামদু সরদারের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে একটি পিকআপ। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় আসলে পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সবুজ সরদার মারা যান। এ সময় হানিফ পরিবহনের চালকসহ বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সবুজ সরদার মারা গেছেন। এ ছাড়াও আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার এসআই বিজয় প্রসাদ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পিকআপের সামনে ডানদিকের চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সবুজ সরদার (৬০) নামে পিকআপের এক চালক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।
আজ শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ সরদার বরিশালের হিজলা উপজেলার মৃত হামদু সরদারের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে একটি পিকআপ। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় আসলে পিকআপের সামনের ডানদিকের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সবুজ সরদার মারা যান। এ সময় হানিফ পরিবহনের চালকসহ বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক সবুজ সরদার মারা গেছেন। এ ছাড়াও আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার এসআই বিজয় প্রসাদ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পিকআপের সামনে ডানদিকের চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
২ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
১৩ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩৫ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে