নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারকাজ পরিচালনার জন্য পূর্ব নির্ধারিত সময়ে এজলাসে না ওঠায় আইনজীবীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিচারক। আইনজীবীরা তুমুল হট্টগোল করার পর এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন তিনি। আজ সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে।
পরে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিচারক মো. আছাদুজ্জামান আবার বিচারকাজ পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সূত্রে জানা গেছে, ঢাকার মহানগর দায়রা আদালতে বিচারক সকাল ৯টা ৩০ মিনিটে বিচার কাজ শুরু করবেন বলে সময় নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আজ তিনি সকাল ৯টা ৫১ মিনিটে এজলাসে ওঠেন। এ সময় আইনজীবীরা বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘বিভিন্ন আদালতে আমাদের মামলা থাকে। নির্ধারিত সময়ে এজলাসে না উঠলে আমাদের অন্যান্য আদালতে মামলা পরিচালনা করতে অসুবিধা হয়। আপনি নির্ধারিত সময়ে ওঠেন না অথচ আমরা একটু দেরিতে আসলে সেই মামলার শুনানি গ্রহণ করেন না। এটা অবিচার।’
বিচারক এতে রেগে যান। তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়িয়ে যান। একপর্যায়ে এজলাসে উপস্থিত সব আইনজীবীরা তুমুল হট্টগোল শুরু করেন। বিচারক বাধ্য হয়ে এজলাস থেকে নেমে যান। তিনি খাস কামরায় অপেক্ষা করতে থাকেন।
আদালতে এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা বিচারকের নিরাপত্তার জন্য আসেন ও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এ সময় ঢাকা বারের সভাপতি মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু এসে আইনজীবীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান। তারা খাস কামরায় ঢুকে বিচারকের সঙ্গে আলাপ-আলোচনা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিচারক পুনরায় এজলাসে উঠে মামলা পরিচালনা করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে নির্ধারিত সময়ে আদালত বিচারক আজ পরিচালনা করবেন। বিচারক এজলাসে উঠে আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো আবেদন থাকলে সকাল দশটায় আদালতকে জানাবেন। কোন কারণে কোন আবেদন যথাসময়ে করতে ব্যর্থ হলে বেলা ১১টার মধ্যে ওই আবেদন করবেন।
আদালতে উপস্থিত আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বিচারক ঢাকা মহানগর দায়রা আদালতে যোগদানের পর তিনি খামখেয়ালিভাবে মামলা পরিচালনা করে আসছেন। আজ সোমবার সকালেও নির্ধারিত সময়ে এজলাসে না ওঠার কারণে আইনজীবীরা ক্ষিপ্ত হন এবং হট্টগোল করেন।
সরকারি ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদালত চলার নির্দেশনা রয়েছে। আদালত তাদের নিজস্ব সূচি নির্ধারণ করে দিয়েছেন। বিভিন্ন আদালতে একজন আইনজীবীর বিভিন্ন মামলা থাকায় সময়সূচি অনুযায়ী বিচারকেরা এজলাসে না উঠলে আইনজীবীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।
ঢাকার আদালতের একজন সরকারি কৌঁসুলি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বিকাল ৩টায় এজলাসে ওঠে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলা পরিচালনা করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশনার বাইরে তিনি বিচার কাজ পরিচালনা করেছেন।
গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে ইয়াবা পাচারকারী দলের মূল হোতা ইউনুস মিয়া ওরফে লিটনকে জামিন দিয়েও তিনি আলোচনায় আসেন। ৩৮ হাজার ৮৮৭ পিস ইয়াবা পাচারের ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় দায়ের করা এই মামলায় লিটনকে জামিন দেওয়া হয়। মাসখানেক আগেই লিটনের জামিন হাইকোর্টে নামঞ্জুর হয়েছিল।
বিচারকাজ পরিচালনার জন্য পূর্ব নির্ধারিত সময়ে এজলাসে না ওঠায় আইনজীবীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিচারক। আইনজীবীরা তুমুল হট্টগোল করার পর এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন তিনি। আজ সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে।
পরে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিচারক মো. আছাদুজ্জামান আবার বিচারকাজ পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের সূত্রে জানা গেছে, ঢাকার মহানগর দায়রা আদালতে বিচারক সকাল ৯টা ৩০ মিনিটে বিচার কাজ শুরু করবেন বলে সময় নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আজ তিনি সকাল ৯টা ৫১ মিনিটে এজলাসে ওঠেন। এ সময় আইনজীবীরা বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘বিভিন্ন আদালতে আমাদের মামলা থাকে। নির্ধারিত সময়ে এজলাসে না উঠলে আমাদের অন্যান্য আদালতে মামলা পরিচালনা করতে অসুবিধা হয়। আপনি নির্ধারিত সময়ে ওঠেন না অথচ আমরা একটু দেরিতে আসলে সেই মামলার শুনানি গ্রহণ করেন না। এটা অবিচার।’
বিচারক এতে রেগে যান। তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়িয়ে যান। একপর্যায়ে এজলাসে উপস্থিত সব আইনজীবীরা তুমুল হট্টগোল শুরু করেন। বিচারক বাধ্য হয়ে এজলাস থেকে নেমে যান। তিনি খাস কামরায় অপেক্ষা করতে থাকেন।
আদালতে এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা বিচারকের নিরাপত্তার জন্য আসেন ও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এ সময় ঢাকা বারের সভাপতি মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু এসে আইনজীবীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান। তারা খাস কামরায় ঢুকে বিচারকের সঙ্গে আলাপ-আলোচনা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিচারক পুনরায় এজলাসে উঠে মামলা পরিচালনা করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে নির্ধারিত সময়ে আদালত বিচারক আজ পরিচালনা করবেন। বিচারক এজলাসে উঠে আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো আবেদন থাকলে সকাল দশটায় আদালতকে জানাবেন। কোন কারণে কোন আবেদন যথাসময়ে করতে ব্যর্থ হলে বেলা ১১টার মধ্যে ওই আবেদন করবেন।
আদালতে উপস্থিত আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, এই বিচারক ঢাকা মহানগর দায়রা আদালতে যোগদানের পর তিনি খামখেয়ালিভাবে মামলা পরিচালনা করে আসছেন। আজ সোমবার সকালেও নির্ধারিত সময়ে এজলাসে না ওঠার কারণে আইনজীবীরা ক্ষিপ্ত হন এবং হট্টগোল করেন।
সরকারি ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদালত চলার নির্দেশনা রয়েছে। আদালত তাদের নিজস্ব সূচি নির্ধারণ করে দিয়েছেন। বিভিন্ন আদালতে একজন আইনজীবীর বিভিন্ন মামলা থাকায় সময়সূচি অনুযায়ী বিচারকেরা এজলাসে না উঠলে আইনজীবীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।
ঢাকার আদালতের একজন সরকারি কৌঁসুলি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বিকাল ৩টায় এজলাসে ওঠে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলা পরিচালনা করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশনার বাইরে তিনি বিচার কাজ পরিচালনা করেছেন।
গত ১২ সেপ্টেম্বর সৌদি আরবে ইয়াবা পাচারকারী দলের মূল হোতা ইউনুস মিয়া ওরফে লিটনকে জামিন দিয়েও তিনি আলোচনায় আসেন। ৩৮ হাজার ৮৮৭ পিস ইয়াবা পাচারের ঘটনায় ঢাকা বিমানবন্দর থানায় দায়ের করা এই মামলায় লিটনকে জামিন দেওয়া হয়। মাসখানেক আগেই লিটনের জামিন হাইকোর্টে নামঞ্জুর হয়েছিল।
রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এসেছে। এক গ্রুপ ডিবি পুলিশের মাধ্যমে দলের সাবেক নেতাকে আটকের ব্যবস্থা করার পরদিন আরেক গ্রুপ থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, গ্রুপিং ও বিভক্তি দলে আরও গভীর হচ্ছে।
২২ মিনিট আগেজামালপুরে একটি বেসরকারি হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। একই সঙ্গে তারা জেলা বিএনপির কার্যালয়ে (অফিসে) হামলা চালিয়ে দুটি ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
২৫ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
১ ঘণ্টা আগেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। তাতে লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে