নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ ৪৮ ঘণ্টা আগুন নেভানো ও উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস হাশেম ফুডস লিমিটেডের ভবনের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন আনুষ্ঠানিকভাবে শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে অগ্নি নির্বাপণ এবং উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দেন।
দেবাশীষ বর্ধন বলেন, আগুন এখন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়েছে। আর কোন মৃতদেহ পাওয়া যায়নি এবং আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবি না আসায় অভিযান সমাপ্ত করছি। কোন জায়গা থেকে আর কোন ধোঁয়া বের হচ্ছে না। তবে এখানে পুলিশ এবং মিলের ম্যানেজারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে পরবর্তীতে প্রয়োজন হলে আবারও আমরা অভিযান চালাবো।
এত দীর্ঘ সময় ধরে আগুন থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে প্রতিটা তলায় বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল। এটি ফুড কোম্পানি হওয়ায় এখানে সেমাই, জুস, চকলেটসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হতো। এগুলো প্যাকেটিং ও বাজারজাত করার জন্য প্রচুর পরিমাণে প্লাস্টিক ও কাগজ ছিল। এ ছাড়া প্রতিটি ফ্লোরে লোহার জাল দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল এবং কিছু কিছু জায়গায় তালাবদ্ধ ছিল। সেগুলো ভেঙে আমাদের কাজ করতে হয়েছে। এ জন্য এত দীর্ঘ সময় লেগেছে।
উপপরিচালক জানান, আগুন নেভানো ও উদ্ধার কাজে ব্যস্ত থাকায় আগুনের সূত্র এখনো আমরা জানতে পারিনি। তদন্ত কমিটি এটা বের করবে। ভবনটির ফায়ার সার্ভিসের কোন অনুমোদন নেই। ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ।
দেবাশীষ বর্ধন বলেন, মরদেহ নিয়ে আমরা কোন লুকোচুরি করিনি। আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবিদার নেই। যদি কেউ নিখোঁজ থাকে তাহলে পুলিশ এবং কারখানার ম্যানেজারের মাধ্যমে লিখিত আবেদন করলে পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব।
দীর্ঘ ৪৮ ঘণ্টা আগুন নেভানো ও উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস হাশেম ফুডস লিমিটেডের ভবনের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন আনুষ্ঠানিকভাবে শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে অগ্নি নির্বাপণ এবং উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দেন।
দেবাশীষ বর্ধন বলেন, আগুন এখন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়েছে। আর কোন মৃতদেহ পাওয়া যায়নি এবং আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবি না আসায় অভিযান সমাপ্ত করছি। কোন জায়গা থেকে আর কোন ধোঁয়া বের হচ্ছে না। তবে এখানে পুলিশ এবং মিলের ম্যানেজারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে পরবর্তীতে প্রয়োজন হলে আবারও আমরা অভিযান চালাবো।
এত দীর্ঘ সময় ধরে আগুন থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে প্রতিটা তলায় বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল। এটি ফুড কোম্পানি হওয়ায় এখানে সেমাই, জুস, চকলেটসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হতো। এগুলো প্যাকেটিং ও বাজারজাত করার জন্য প্রচুর পরিমাণে প্লাস্টিক ও কাগজ ছিল। এ ছাড়া প্রতিটি ফ্লোরে লোহার জাল দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল এবং কিছু কিছু জায়গায় তালাবদ্ধ ছিল। সেগুলো ভেঙে আমাদের কাজ করতে হয়েছে। এ জন্য এত দীর্ঘ সময় লেগেছে।
উপপরিচালক জানান, আগুন নেভানো ও উদ্ধার কাজে ব্যস্ত থাকায় আগুনের সূত্র এখনো আমরা জানতে পারিনি। তদন্ত কমিটি এটা বের করবে। ভবনটির ফায়ার সার্ভিসের কোন অনুমোদন নেই। ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ।
দেবাশীষ বর্ধন বলেন, মরদেহ নিয়ে আমরা কোন লুকোচুরি করিনি। আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবিদার নেই। যদি কেউ নিখোঁজ থাকে তাহলে পুলিশ এবং কারখানার ম্যানেজারের মাধ্যমে লিখিত আবেদন করলে পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১২ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
৩৬ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে