শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
পণ্যবোঝাই ১৪টি যানবাহন নিয়ে পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় উদ্ধার কাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর ‘হামজা’র সাহায্যে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা গত দুই দিনে নয়টি ট্রাক-কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এখনো পাঁচটি ট্রাকসহ তিনটি মোটরসাইকেল নদীতে নিমজ্জিত রয়েছে। উদ্ধার কমিটির প্রধান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ও মানিকগঞ্জ জেলা প্রশাসন গঠিত অপর চার সদস্যের তদন্ত কমিটি পৃথক-পৃথক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় কমিটির কেউ এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি।
জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে তিন তলাবিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
উদ্ধার কমিটির প্রধান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান আজকের পত্রিকাকে জানিয়েছেন, আকস্মিকভাবে ডুবে যাওয়া ফেরি ও নদী থেকে এখন পর্যন্ত চারটি ট্রাক ও ৫টি কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। নিমজ্জিত বাকি যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরি দলের সদস্যরা নিরলসভাবে কাজ করছে।
উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইন্সপেক্টর মোকারম হোসেন বলেন, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে ডুবে যাওয়া ফেরি পানি থেকে তোলা সম্ভব নয়। কারণ ডুবে থাকা ফেরির বিভিন্ন প্রকোষ্ঠে পলি জমে আরও ভারী হওয়ায় হামজা তা টেনে তুলতে পারবে না। এ জন্য প্রত্যয় ও হামজার যৌথ প্রচেষ্টায় তা সম্ভব হতে পারে। তা না হলে ফেরির ভারী অংশ কেটে তুলতে হবে। এতে ফেরির মূল অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটটি ফেরি ডোবার ঘটনায় বন্ধ থাকায় ৩ ও ৪ নম্বর ঘাটের পন্টুনযোগে ফেরিতে যানবাহন লোড-আনলোড করা হচ্ছে। ৫ নম্বর ঘাটটি বন্ধ থাকায় ফেরি পারের জন্য আসা বিভিন্ন যানবাহনকে অপেক্ষায় থাকতে হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়ায় প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত প্রাইভেটকার-মাইক্রোবাস ফেরি পারের অপেক্ষায় ছিল। অপেক্ষমাণ যানবাহন পারাপারে বহরের ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে। এ ছাড়া ভাষা শহীদ বরকত ও শাহ আলী নামে দুটি রো-রো ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আছে। অচল ফেরি দুটি মেরামতের জন্য সংস্থার নিজস্ব ডকইয়ার্ড নারায়ণগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পণ্যবোঝাই ১৪টি যানবাহন নিয়ে পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় উদ্ধার কাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর ‘হামজা’র সাহায্যে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা গত দুই দিনে নয়টি ট্রাক-কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এখনো পাঁচটি ট্রাকসহ তিনটি মোটরসাইকেল নদীতে নিমজ্জিত রয়েছে। উদ্ধার কমিটির প্রধান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ও মানিকগঞ্জ জেলা প্রশাসন গঠিত অপর চার সদস্যের তদন্ত কমিটি পৃথক-পৃথক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উভয় কমিটির কেউ এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলেননি।
জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে তিন তলাবিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
উদ্ধার কমিটির প্রধান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান আজকের পত্রিকাকে জানিয়েছেন, আকস্মিকভাবে ডুবে যাওয়া ফেরি ও নদী থেকে এখন পর্যন্ত চারটি ট্রাক ও ৫টি কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। নিমজ্জিত বাকি যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরি দলের সদস্যরা নিরলসভাবে কাজ করছে।
উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইন্সপেক্টর মোকারম হোসেন বলেন, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে ডুবে যাওয়া ফেরি পানি থেকে তোলা সম্ভব নয়। কারণ ডুবে থাকা ফেরির বিভিন্ন প্রকোষ্ঠে পলি জমে আরও ভারী হওয়ায় হামজা তা টেনে তুলতে পারবে না। এ জন্য প্রত্যয় ও হামজার যৌথ প্রচেষ্টায় তা সম্ভব হতে পারে। তা না হলে ফেরির ভারী অংশ কেটে তুলতে হবে। এতে ফেরির মূল অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটটি ফেরি ডোবার ঘটনায় বন্ধ থাকায় ৩ ও ৪ নম্বর ঘাটের পন্টুনযোগে ফেরিতে যানবাহন লোড-আনলোড করা হচ্ছে। ৫ নম্বর ঘাটটি বন্ধ থাকায় ফেরি পারের জন্য আসা বিভিন্ন যানবাহনকে অপেক্ষায় থাকতে হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাটুরিয়ায় প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত প্রাইভেটকার-মাইক্রোবাস ফেরি পারের অপেক্ষায় ছিল। অপেক্ষমাণ যানবাহন পারাপারে বহরের ছোট-বড় ২০টি ফেরির মধ্যে ১৭টি চলাচল করছে। এ ছাড়া ভাষা শহীদ বরকত ও শাহ আলী নামে দুটি রো-রো ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে আছে। অচল ফেরি দুটি মেরামতের জন্য সংস্থার নিজস্ব ডকইয়ার্ড নারায়ণগঞ্জে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে চার কিশোর আহত হয়েছে
২ ঘণ্টা আগেফেনীর কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তাঁর নাম জহিরুল ইসলাম (৪০)
৩ ঘণ্টা আগেফেনীতে ট্রেনের ধাক্কায় জিএম রিংকু (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে
৩ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিক শাহরিয়ারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা অলিদ মিয়া। শুক্রবার (২৯ নভেম্বর) নিহত শাহরিয়ারের মামা রনী মিয়াকে আসামি করে তিনি মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে
৪ ঘণ্টা আগে