নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপুল অঙ্কের টাকা দেনার দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারের এক ব্যবসায়ী। এ বিষয়ে রাজধানীর চকবাজার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ রোববার ভোরে পুরান ঢাকার চকবাজার থানার ৭ নম্বর নূর ফাত্তাহ লেনের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন ব্যবসায়ী বাবলু কুমার সাহা (৫৫)। স্ত্রী শিল্পী সাহা দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে সেখান থেকে নামিয়ে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলু কুমারকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
বাবলু কুমার সাহার শ্যালক সঞ্জয় কুমার সাহা বলেন, বাবলু কুমার এক ছেলে ও এক মেয়ের সন্তানের জনক। স্ত্রী–সন্তান নিয়ে নূর ফাত্তাহ লেনের একটি বাসায় থাকতেন। ব্যবসায় অনেক টাকার লোকসান হয়েছে। সে জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের জেলার ভাঙ্গা উপজেলায়। বাবার নাম কিশোর মোহন সাহা।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানা–পুলিশ তদন্ত করছে।
মৌলভীবাজারের একাধিক ব্যবসায়ী জানান, বাবলু কুমার তেল–চিনির পাইকারি ব্যবসা করতেন। গতকাল শনিবারও তিনি তাঁর গোলবদন মার্কেটের দোকানে এসেছিলেন। ঢাকায় ও বাইরে বিভিন্ন ব্যবসায়ীর কাছে প্রায় ১২ কোটি টাকা দেনা হয়েছে তাঁর। স্থানীয় ব্যবসায়ীদের অনেকেও তাঁর কাছে টাকা পাবেন। আবার তিনিও অনেকের কাছে টাকা পাবেন। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ–কমিশনার মো. জাফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ী বাবলু কুমার সাহা অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি একটি চিরকুট লিখে গেছেন। এ বিষয়ে চকবাজার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিপুল অঙ্কের টাকা দেনার দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারের এক ব্যবসায়ী। এ বিষয়ে রাজধানীর চকবাজার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ রোববার ভোরে পুরান ঢাকার চকবাজার থানার ৭ নম্বর নূর ফাত্তাহ লেনের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন ব্যবসায়ী বাবলু কুমার সাহা (৫৫)। স্ত্রী শিল্পী সাহা দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে সেখান থেকে নামিয়ে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলু কুমারকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
বাবলু কুমার সাহার শ্যালক সঞ্জয় কুমার সাহা বলেন, বাবলু কুমার এক ছেলে ও এক মেয়ের সন্তানের জনক। স্ত্রী–সন্তান নিয়ে নূর ফাত্তাহ লেনের একটি বাসায় থাকতেন। ব্যবসায় অনেক টাকার লোকসান হয়েছে। সে জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের জেলার ভাঙ্গা উপজেলায়। বাবার নাম কিশোর মোহন সাহা।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানা–পুলিশ তদন্ত করছে।
মৌলভীবাজারের একাধিক ব্যবসায়ী জানান, বাবলু কুমার তেল–চিনির পাইকারি ব্যবসা করতেন। গতকাল শনিবারও তিনি তাঁর গোলবদন মার্কেটের দোকানে এসেছিলেন। ঢাকায় ও বাইরে বিভিন্ন ব্যবসায়ীর কাছে প্রায় ১২ কোটি টাকা দেনা হয়েছে তাঁর। স্থানীয় ব্যবসায়ীদের অনেকেও তাঁর কাছে টাকা পাবেন। আবার তিনিও অনেকের কাছে টাকা পাবেন। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ–কমিশনার মো. জাফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ী বাবলু কুমার সাহা অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি একটি চিরকুট লিখে গেছেন। এ বিষয়ে চকবাজার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে