সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সামীমের (প্রতীক আনারস) নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খাসের চর বাজারের নির্বাচনীয় ক্যাম্পে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী-সমর্থকেরা এ হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় চেয়ারম্যান প্রার্থী সামীমের ছয়জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নির্বাচনীয় ক্যাম্পের কয়েকটি চেয়ার, টেবিল ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। সামীমের নির্বাচনীয় পোস্টার ছিঁড়ে ফেলে তার কর্মী সমর্থকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।
হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের খাসেরচর বাজার এলাকায় নির্বাচনী ক্যাম্পে বসে গল্প করছিলেন তার কর্মীসমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় খাসেরচর গ্রামের আলী খান, বারেক খান, কালাম মিয়া, শুকুর আলী, ফজলুল হক ও দ্বীন ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কথা বলতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন শামীম বলেন, নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী ও সমর্থকেরা কয়েক দিন ধরেই আমার লোকজনদের হুমকি ধামকি দিচ্ছিল। গতকাল সন্ধ্যায় খাসের চর নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। নিশ্চিত পরাজয় জেনে তিনি তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। ছিঁড়ে ফেলা হচ্ছে আমার আনারস মার্কার পোস্টার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন সামীমের (প্রতীক আনারস) নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খাসের চর বাজারের নির্বাচনীয় ক্যাম্পে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী-সমর্থকেরা এ হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় চেয়ারম্যান প্রার্থী সামীমের ছয়জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নির্বাচনীয় ক্যাম্পের কয়েকটি চেয়ার, টেবিল ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। সামীমের নির্বাচনীয় পোস্টার ছিঁড়ে ফেলে তার কর্মী সমর্থকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।
হামলায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের খাসেরচর বাজার এলাকায় নির্বাচনী ক্যাম্পে বসে গল্প করছিলেন তার কর্মীসমর্থকেরা। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় খাসেরচর গ্রামের আলী খান, বারেক খান, কালাম মিয়া, শুকুর আলী, ফজলুল হক ও দ্বীন ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কথা বলতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেননি।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইকবাল হোসেন শামীম বলেন, নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম ভূঁইয়ার কর্মী ও সমর্থকেরা কয়েক দিন ধরেই আমার লোকজনদের হুমকি ধামকি দিচ্ছিল। গতকাল সন্ধ্যায় খাসের চর নির্বাচনীয় ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। নিশ্চিত পরাজয় জেনে তিনি তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। ছিঁড়ে ফেলা হচ্ছে আমার আনারস মার্কার পোস্টার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, মোহাম্মদ ইকবাল হোসেন সামীমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও কর্মীদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৯ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
৪৩ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
২ ঘণ্টা আগে