তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ১৩: ২৮
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৪: ০৫

রাজধানীর তেজগাঁও বিজয় স্মরণীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হালিমা বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।     

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে বিজয় স্মরণীর কলমীলতা মার্কেটের সামনের রাস্তায় বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান তিনি।

এসআই আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বিজয় স্মরণীতে কলমীলতা মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারা যান ওই নারী। ঘটনার পরপরই বাসের চালককে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

মৃত নারীর ছোট ভাই মো. মুসা খান বলেন, তাদের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে। হালিমা বেগমের স্বামীর নাম হারুন মহুরী। বর্তমানে এক মেয়েকে নিয়ে ভাইদের সঙ্গে খিলগাঁওয়ের উত্তর গোড়ানে থাকতেন।

মুসা খান আরও বলেন, হালিমা বেগম আগে অন্যের বাসায় কাজ করতেন। বর্তমানে কিছুই করতেন না। গতকাল শুক্রবার বিকেলে তিনি বাসা থেকে বের হন। এরপর রাতেও আর বাসায় ফেরেননি। ভোরে খবর পান তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে এসে তাঁকে দেখতে পান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত