গাজীপুর সিটি নির্বাচন: মেয়র পদে ১০ জনসহ ৪১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ২০: ১৯
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ২৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ ৪১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সোমবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের আজমত উল্লা খান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।

এ ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণফ্রন্টের আতিকুল ইসলাম, জাকের পার্টির মো. রাজু আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, সরকার শাহনুর ইসলাম, মো. আবুল হোসেন, মো. হারুন অর রশীদ ও মোকলেছুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া ৫৭টি ওয়ার্ড থেকে সাধারণ ওয়ার্ডে ৩১৬ জন, ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ২৭ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে পাঁচজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ এবং ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত