নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি ডেঙ্গু মশার উপদ্রবসহ শীত মৌসুমে কিউলেক্স মশার সমস্যা নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন বিমানবন্দরের বিভিন্ন স্থানে সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এবং ডিএনসিসির পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি মশা তাড়াতে সকাল-সন্ধ্যা দুইবেলা ধূপ জ্বালিয়ে ধোঁয়াও দেওয়া হচ্ছে।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মোতাবেক বিমানবন্দর কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। এর মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে, এডাল্টিসাইডিং নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের সকল প্রবেশ ও বহির্গমন গেটের দুই পাশে সকাল এবং সন্ধ্যায় ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে। বায়োকন্ট্রোল মাধ্যমে মশা নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে এয়ার ও ল্যান্ড সাইডের বিভিন্ন খাল ও পুকুরে গাপ্পি মাছ অবমুক্ত করা হয়েছে। বিমানবন্দরে মশা নিরোধক ফুলের গাছ যেমন-গাঁদা, লেমন গ্রাস ও তুলসি গাছ রোপণ করা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আগের চেয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। এর সুফলও পেয়েছি। তবে আশপাশের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও মশা উড়ে আসতে পারে, তাই বিমানবন্দর সংলগ্ন ১,৬ ও ১৭ নম্বর ওয়ার্ড মশকমুক্ত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছি।’
সম্প্রতি ডেঙ্গু মশার উপদ্রবসহ শীত মৌসুমে কিউলেক্স মশার সমস্যা নিরসনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন বিমানবন্দরের বিভিন্ন স্থানে সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এবং ডিএনসিসির পরামর্শ মোতাবেক ওষুধ ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি মশা তাড়াতে সকাল-সন্ধ্যা দুইবেলা ধূপ জ্বালিয়ে ধোঁয়াও দেওয়া হচ্ছে।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) এর সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা মোতাবেক বিমানবন্দর কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। এর মধ্যে লার্ভা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে, এডাল্টিসাইডিং নিয়ন্ত্রণে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের সকল প্রবেশ ও বহির্গমন গেটের দুই পাশে সকাল এবং সন্ধ্যায় ধূপ ধোঁয়া দেওয়া হচ্ছে। বায়োকন্ট্রোল মাধ্যমে মশা নিয়ন্ত্রণের জন্য বিমানবন্দরে এয়ার ও ল্যান্ড সাইডের বিভিন্ন খাল ও পুকুরে গাপ্পি মাছ অবমুক্ত করা হয়েছে। বিমানবন্দরে মশা নিরোধক ফুলের গাছ যেমন-গাঁদা, লেমন গ্রাস ও তুলসি গাছ রোপণ করা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আগের চেয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। এর সুফলও পেয়েছি। তবে আশপাশের ১ থেকে ২ কিলোমিটার দূর থেকেও মশা উড়ে আসতে পারে, তাই বিমানবন্দর সংলগ্ন ১,৬ ও ১৭ নম্বর ওয়ার্ড মশকমুক্ত রাখার ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়েছি।’
গত ৫ আগস্ট ছাত্র–জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল-আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন বলে উল্লেখ করে গত ২৪ অক্টোবর কুলসুম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে ৮ নভেম্বর তা আশুলিয়া থানায় এজাহারভুক্ত করা হয়।
৭ মিনিট আগেভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন বলেন, সেলীম রেজা ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি। নিয়ম অনুযায়ী, ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার পরই তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মামলার চার্জশিট
১৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
৩২ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৪ মিনিট আগে