নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে দেশের আট বিশিষ্ট ব্যক্তিকে ‘পল্লীবন্ধু পদক’ দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার সন্ধ্যায় এ পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাপা।
অনুষ্ঠানে এরশাদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন এরশাদের ভগ্নিপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান।
হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে যাঁদের পল্লীবন্ধু পদক দেওয়া হয় তাঁরা হলেন—স্বাস্থ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্ল্যাহ চৌধুরী, সাহিত্যে স্বনামধন্য কবি ফজল সাহাবুদ্দিনের (মরণোত্তর) পক্ষে পদক নেন তার মেয়ে দিনা সাহাবুদ্দিন, কৃষিতে বিশিষ্ট কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের (মরণোত্তর) পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি, শিক্ষায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরেণ্য নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকের (মরণোত্তর) পক্ষে পদক গ্রহণ করেন তাঁর মেয়ে আরিফা কবির, ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুলের পক্ষে তাঁর ভাই এমএ রহিম পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এরশাদের কর্মকাণ্ড এতই বিস্তৃত যে, সব ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা পদক প্রদান করতে পারলাম না। এবার আটটি বিষয়ে পল্লীবন্ধু পদক ঘোষণা করেছি। আগামীতে এই পুরস্কারের পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা রয়েছে আমাদের।’
এদিকে জাতীয় পার্টি আট বিশিষ্ট নাগরিককে পদক দেওয়ার বিষয়টিকে বাণিজ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করা বিদিশা সিদ্দিক। তিনি বলেন, ‘আমি শুনেছি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন তিনি পদক বিক্রি করা শুরু করেছেন।’
এ সময় তিনি পদকের নামে কালেকশন করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বলেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এসব কথা বলেন।
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে দেশের আট বিশিষ্ট ব্যক্তিকে ‘পল্লীবন্ধু পদক’ দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার সন্ধ্যায় এ পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাপা।
অনুষ্ঠানে এরশাদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন এরশাদের ভগ্নিপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান।
হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে যাঁদের পল্লীবন্ধু পদক দেওয়া হয় তাঁরা হলেন—স্বাস্থ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফর উল্ল্যাহ চৌধুরী, সাহিত্যে স্বনামধন্য কবি ফজল সাহাবুদ্দিনের (মরণোত্তর) পক্ষে পদক নেন তার মেয়ে দিনা সাহাবুদ্দিন, কৃষিতে বিশিষ্ট কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সংগীতে প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের (মরণোত্তর) পক্ষে পদক ও সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি, শিক্ষায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্ল্যাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরেণ্য নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকের (মরণোত্তর) পক্ষে পদক গ্রহণ করেন তাঁর মেয়ে আরিফা কবির, ক্রীড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সরোয়ার টিপু, শিল্পে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুলের পক্ষে তাঁর ভাই এমএ রহিম পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এরশাদের কর্মকাণ্ড এতই বিস্তৃত যে, সব ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা পদক প্রদান করতে পারলাম না। এবার আটটি বিষয়ে পল্লীবন্ধু পদক ঘোষণা করেছি। আগামীতে এই পুরস্কারের পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা রয়েছে আমাদের।’
এদিকে জাতীয় পার্টি আট বিশিষ্ট নাগরিককে পদক দেওয়ার বিষয়টিকে বাণিজ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করা বিদিশা সিদ্দিক। তিনি বলেন, ‘আমি শুনেছি হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন তিনি পদক বিক্রি করা শুরু করেছেন।’
এ সময় তিনি পদকের নামে কালেকশন করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বলেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এসব কথা বলেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩৮ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে