বাংলাদেশকেই সবচেয়ে বেশি টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ২৪

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬ কোটি ডোজের বেশি টিকা পেয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখেরও বেশি ডোজ টিকা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের করোনা টিকা অনুদানের সর্ববৃহৎ গ্রহীতা বাংলাদেশ। ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে ফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের করোনা টিকা অনুদানপ্রাপ্ত সকল দেশের তালিকার শীর্ষে পৌঁছেছে। কোভ্যাক্স’র মাধ্যমে এ টিকা বাংলাদেশকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনা মূল্যে ফাইজারের ১০০ কোটি ডোজ টিকা অনুদানের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় নেতৃত্বদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের তৈরি টিকার এই ধারাবাহিক অনুদান প্রদান অব্যাহত রয়েছে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেন, ‘ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এই অনুদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যকার অংশীদারত্ব ও বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশকে করোনার টিকা বেশি প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে নিরাপদে ও দক্ষতার সঙ্গে মানুষের কাছে টিকা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ও টিকা কার্যক্রমের দ্রুত সম্প্রসারণে সম্পৃক্ত সকল অংশীদারের কাজের প্রতিফলন ঘটেছে।’

জাতীয় করোনা টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ৯ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ শীতলীকরণ মজুত ও পরিবহন ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে। 

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর মাধ্যমে করোনা সংক্রান্ত উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ১৩ কোটি ১০ লাখ ডলারেরও বেশি অনুদান প্রদান করেছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত