সুনসান হাশেম ফুডস কারখানা

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) 
প্রকাশ : ১১ জুলাই ২০২১, ১২: ১০
আপডেট : ১১ জুলাই ২০২১, ১২: ২১

নেই কোনো শব্দ। নেই কারও চলাফেরা। চারদিকে পোড়া গন্ধ। যেন ভূতের বাড়ি। এ দৃশ্য অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের ভবনের। আজ রোববার সকালে সরেজমিন ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। 

গতকাল শনিবার ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর পুরো ভবনটি ফাঁকা হয়ে যায়। ভবনের আশপাশে নেমে আসে নীরবতা। কিছু গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে দেখা যায়নি। কারখানার ভবনের সামনে পড়ে আছে কিছু পোড়া সরঞ্জামাদি। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানার সংশ্লিষ্টরা লাপাত্তা। কেউ ধারেকাছেও আসেননি।

হাশেম ফুডস কারখানায় কর্তব্যরত নিরাপত্তাকর্মী মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার পর থেকে পুরাটা খালি। সকাল থেকে কেউ আসেনি। কাউকে দেখি নাই। শুধু সাংবাদিক কয়েকজন আসছে।’ 

গত বৃহস্পতিবার বিকেলে ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই রাতেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো ছয়তলাবিশিষ্ট ভবনটিতে।

এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়। এর জেরে হাশেম ফুডসের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হত্যা মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় তাঁদের। পরে বিকেলে আদালতে তোলা হলে তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত