উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় তাসকিয়া জাহান রিয়া (৩২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। গলব্লাডার বা পিত্তথলিতে ব্যথা নিয়ে হাসপাতালে আনার পর আইসিইউতে গতকাল রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তবে হাসপাতালটির জেনারেল ম্যানেজার মো. তোফাজ্জল হোসাইন চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন।
নিহত তাসকিয়া জাহান রিয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মো. বাবুল আকন্দের মেয়ে। রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় স্বামী ও তিন মাস বয়সী কন্যা সন্তান নিয়ে থাকতেন। বারিধারার কে এম ইন্টারন্যাশনাল নামের একটি বায়িং হাউসে চাকরি করতেন রিয়া।
এদিকে রিয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে তাঁর স্বজনে ও সহকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা রিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনির হোসেন খানের শাস্তি দাবি করেন। পরে রাত ১০টার পর নিহতের মরদেহ নিয়ে যান স্বজনরা।
নিহতের চাচাতো ভাই মো. শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার ক্রিসেন্ট হাসপাতালে রিয়ার গলব্লাডারের (পিত্তথলি) অপারেশন করানো হয়েছিল। পরে ডাক্তার রিলিজ দিয়ে দিলে বাসায় চলে গিয়েছিল। তারপর রোববার দুপুরে তার আবার ব্যথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু বেড না থাকায় ভর্তি করাতে পারেনি। ওষুধ খাইয়ে বসিয়ে রাখে। যখন রিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন আইসিইউতে নেওয়া হয়। তারপর রিয়া মারা যায়। টোটালি হাসপাতালের গাফিলতির কারণে রিয়ার মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।’
রিয়ার স্বামী ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়ার গলব্লাডারের পাথর ছিল। যার কারণে গত বুধবার রিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার তাঁর অপারেশন হয়। পরদিন শুক্রবার রিলিজ করে দিয়েছিল। তারপর শনিবার এসে আবার ডাক্তার দেখানো হয়েছে। তখন ডাক্তার ভর্তি হইতে বলছিল, কিন্তু বেড না থাকায় ভর্তি হতে পারে নাই। পরে যখন রোববার ব্যথা হইছে, তখন আমি সঙ্গেই ছিলাম। ওই দিনও বেড পাইনি। সব কিছু রেডি করতে করতেই গিয়ে দেখি ও নাই। আমি রিয়ার মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করি।’
রিয়ার স্বজন ও সহকর্মীদের অভিযোগ, রিয়া যখন ব্যথায় কাতর ছিল, তখন তাকে বেডের অভাবে ভর্তি করানো যাচ্ছিল না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ অন্য হাসপাতালে রেফার্ড না করে রিয়াকে বসিয়ে রেখে মেডিসিন খাওয়াচ্ছিল। পরে ওর যখন অবস্থা গুরুতর হয়, তখন আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রিয়া মারা যায়।
তারা দাবি করেন, শুধুমাত্র ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও ডাক্তারের অবহেলার কারণে রিয়ার মৃত্যু হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. তোফাজ্জল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গাফিলতির কোনো কিছুই পাচ্ছি না। এমন যদি হতো, ৫–৭ ঘণ্টা ওয়েটিংয়ে ছিল, তাহলে একটা ব্যাপার ছিল। আসার সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ডাক্তার দেখেছে। অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, তবুও তাকে বাঁচানো যায়নি।’
রিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনির হোসেন খানের সঙ্গে হাসপাতালে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইল ফোনে চেষ্টা করলেও ফোন ধরেননি।
রাজধানীর উত্তরার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় তাসকিয়া জাহান রিয়া (৩২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা। গলব্লাডার বা পিত্তথলিতে ব্যথা নিয়ে হাসপাতালে আনার পর আইসিইউতে গতকাল রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তবে হাসপাতালটির জেনারেল ম্যানেজার মো. তোফাজ্জল হোসাইন চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন।
নিহত তাসকিয়া জাহান রিয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মো. বাবুল আকন্দের মেয়ে। রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় স্বামী ও তিন মাস বয়সী কন্যা সন্তান নিয়ে থাকতেন। বারিধারার কে এম ইন্টারন্যাশনাল নামের একটি বায়িং হাউসে চাকরি করতেন রিয়া।
এদিকে রিয়ার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে তাঁর স্বজনে ও সহকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা রিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনির হোসেন খানের শাস্তি দাবি করেন। পরে রাত ১০টার পর নিহতের মরদেহ নিয়ে যান স্বজনরা।
নিহতের চাচাতো ভাই মো. শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার ক্রিসেন্ট হাসপাতালে রিয়ার গলব্লাডারের (পিত্তথলি) অপারেশন করানো হয়েছিল। পরে ডাক্তার রিলিজ দিয়ে দিলে বাসায় চলে গিয়েছিল। তারপর রোববার দুপুরে তার আবার ব্যথা উঠলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু বেড না থাকায় ভর্তি করাতে পারেনি। ওষুধ খাইয়ে বসিয়ে রাখে। যখন রিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন আইসিইউতে নেওয়া হয়। তারপর রিয়া মারা যায়। টোটালি হাসপাতালের গাফিলতির কারণে রিয়ার মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।’
রিয়ার স্বামী ইমরান খান আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়ার গলব্লাডারের পাথর ছিল। যার কারণে গত বুধবার রিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার তাঁর অপারেশন হয়। পরদিন শুক্রবার রিলিজ করে দিয়েছিল। তারপর শনিবার এসে আবার ডাক্তার দেখানো হয়েছে। তখন ডাক্তার ভর্তি হইতে বলছিল, কিন্তু বেড না থাকায় ভর্তি হতে পারে নাই। পরে যখন রোববার ব্যথা হইছে, তখন আমি সঙ্গেই ছিলাম। ওই দিনও বেড পাইনি। সব কিছু রেডি করতে করতেই গিয়ে দেখি ও নাই। আমি রিয়ার মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করি।’
রিয়ার স্বজন ও সহকর্মীদের অভিযোগ, রিয়া যখন ব্যথায় কাতর ছিল, তখন তাকে বেডের অভাবে ভর্তি করানো যাচ্ছিল না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ অন্য হাসপাতালে রেফার্ড না করে রিয়াকে বসিয়ে রেখে মেডিসিন খাওয়াচ্ছিল। পরে ওর যখন অবস্থা গুরুতর হয়, তখন আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই রিয়া মারা যায়।
তারা দাবি করেন, শুধুমাত্র ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও ডাক্তারের অবহেলার কারণে রিয়ার মৃত্যু হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. তোফাজ্জল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গাফিলতির কোনো কিছুই পাচ্ছি না। এমন যদি হতো, ৫–৭ ঘণ্টা ওয়েটিংয়ে ছিল, তাহলে একটা ব্যাপার ছিল। আসার সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ডাক্তার দেখেছে। অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, তবুও তাকে বাঁচানো যায়নি।’
রিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনির হোসেন খানের সঙ্গে হাসপাতালে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইল ফোনে চেষ্টা করলেও ফোন ধরেননি।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে