তথ্য প্রতিমন্ত্রীর বিচার না করে সরকারও অভিযুক্ত হয়েছে: নজরুল ইসলাম খান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ২০: ১০

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ইঙ্গিত করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলামকে অগ্রাহ্য করে প্রতিমন্ত্রী সংবিধান অমান্য করেছেন। এখনো পর্যন্ত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকারও অভিযুক্ত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী শ্রমিক দল এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম খান বলেন, ‘সংবিধানে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। উনি (তথ্য প্রতিমন্ত্রী) বলেন, আমি মানি না। মন্ত্রী যারা, এমপি যারা, তাঁরা শপথ গ্রহণ করেন সংবিধান সুরক্ষার। তাঁরা যদি সংবিধান অগ্রাহ্য করে, অমান্য করে, তৎক্ষণাৎ তাঁর বিচার হওয়া দরকার। কিন্তু এখন পর্যন্ত সেই বিচার না করার ফলে এখন শুধু ওই মন্ত্রীই না, এই সরকারও অভিযুক্ত হয়েছে। সংবিধান অমান্য করার অভিযোগে। কিন্তু সে জন্য তারা লজ্জিত হবে না এবং সংবিধান অনুযায়ী যা করা দরকার পদত্যাগ, সেটাও করবে না।’ 

‘মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্র আজ মুমূর্ষু হয়ে পড়েছে’ এমন মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই অবস্থা পরিবর্তনের পথ একটাই। তা হলো শক্তিশালী গণ আন্দোলন। জনগণের নির্বাচিত সরকার কায়েম করা। এটার জন্য গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের বিকল্প নেই। 

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নজরুল ইসলাম খান বলেন, ‘একটা জেলার ছাত্রলীগের নেতা ২০০ কোটি টাকার মালিক হয়, ২০০০ কোটি টাকার মালিক হয়, তাহলে তো উন্নতি হয়েছেই। যদি প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয়, উন্নতি তো হয়েছে। আমার সাধারণ মানুষের উন্নতি হয় নাই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত