কারারক্ষীর মোজায় মিলল ২০০ ইয়াবা, সাময়িক বরখাস্ত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২২: ২৭

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট ২) ঢোকার সময় এক কারারক্ষীর দেহ তল্লাশি করে মোজার ভেতর থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরের এ ঘটনায় ওই কারারক্ষীকে আটক করার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে। তা ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

আটক কারারক্ষীর নাম মো. মতিউর রহমান। তাঁর বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কারারক্ষী মতিউর রহমান আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কারাগারে প্রবেশ করছিলেন। এ সময় তাঁর চলাফেরা দেখে অন্য কারারক্ষীদের সন্দেহ হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পায়ের মোজার ভেতর একটি পুঁটলিতে ৯৮টি এবং আরেকটি পুঁটলি থেকে ১০২টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কারারক্ষী মতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

জেল সুপার আরও বলেন, ‘আমরা কারাগারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ কারণে তাঁর বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত