ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির কারাগারেই আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২২, ০০: ০৭

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দী এক ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আসামি গোলাম মোস্তফা (৩১) মাদারীপুরের শিবচর থানার উতরাইল এলাকার আনোয়ার হোসেনের ছেলে। ওই কারাগারে তাঁর কয়েদি নম্বর-৫০৪৫ /এ। 

এ ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডেমরা থানায় করা মামলায় গ্রেপ্তার হন গোলাম মোস্তফা। পরে আদালত তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দেন। ২০২১ সালের ১১ জুলাই তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে এ কারাগারে পাঠানো হয়। তিনি কনডেম সেলে ছিলেন।’ 

জেল সুপার আরও বলেন, ‘মঙ্গলবার বিকেলে বাথরুমের ভেতর গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় প্যান্টের ডুরি পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোলাম মোস্তফা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই বন্দী ও কয়েদি তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত