গাজীপুরে জমি নিয়ে বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ১২: ৫০
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৩: ০১

গাজীপুরের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের নাম আব্দুল জলিল (৪৮)। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী মধ্যপাড়া এলাকার বাসিন্দা। আজ শনিবার সকালে নিহতের ছেলে ফরহাদ রেজা বাদী হয়ে তিন-চারজনের নামসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, আব্দুল জলিলের সঙ্গে জমি নিয়ে চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে মসজিদ থেকে এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আব্দুল জলিল। এ সময় চাচাতো ভাইয়েরা আব্দুল জলিলের ওপর হামলা করেন। লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে গেছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত