উত্তরা (ঢাকা) প্রতিনিধি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা তিন যাত্রীকে গ্রেপ্তার করে কাস্টমস পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর। তিনি জানান, এ ঘটনায় ওই তিন যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মশিউর রহমান রুবেল, মুন্সিগঞ্জ জেলার জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের আকবর হোসেন।
কাস্টমস কর্মকর্তা সারোয়ার কবীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে এমিরেটস এয়ারলাইনসে দুবাই থেকে আসা তিন যাত্রীকে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্ট, স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৩ কেজি ৬৭০ গ্রাম স্বর্ণের পেস্ট,৩টি স্বর্ণের বার এবং ৩০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।
সারোয়ার কবীর আরও বলেন, গ্রেপ্তার হওয়া যাত্রীদের এসকর্ট করে বোর্ডিং ব্রিজ থেকে গ্রিন চ্যানেলে নিয়ে এসে আর্চওয়ে করা হয়। এ সময় তাঁদের শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তী সময়ে তাঁদের এক্স-রে করানো হলে রেকটামের ভেতর থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ দুবাই থেকে আসা তিন যাত্রীকে গ্রেপ্তার করে কাস্টমস পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ ফ্লাইটে ওই যাত্রীরা অবৈধভাবে স্বর্ণ নিয়ে বিমানবন্দরে এলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর। তিনি জানান, এ ঘটনায় ওই তিন যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মশিউর রহমান রুবেল, মুন্সিগঞ্জ জেলার জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের আকবর হোসেন।
কাস্টমস কর্মকর্তা সারোয়ার কবীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে এমিরেটস এয়ারলাইনসে দুবাই থেকে আসা তিন যাত্রীকে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্ট, স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৩ কেজি ৬৭০ গ্রাম স্বর্ণের পেস্ট,৩টি স্বর্ণের বার এবং ৩০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।
সারোয়ার কবীর আরও বলেন, গ্রেপ্তার হওয়া যাত্রীদের এসকর্ট করে বোর্ডিং ব্রিজ থেকে গ্রিন চ্যানেলে নিয়ে এসে আর্চওয়ে করা হয়। এ সময় তাঁদের শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তী সময়ে তাঁদের এক্স-রে করানো হলে রেকটামের ভেতর থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে