নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন ও সালিস কেন্দ্রের পক্ষ থেকে করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এই নির্দেশ দেন। নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে ৬ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সেই সঙ্গে স্বপন কুমার বিশ্বাসের শারীরিক ও মানসিক সুস্থতা এবং তাঁর নিরাপত্তায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ ছাড়া শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নড়াইলের ডিসি, এসপি ও সংশ্লিষ্ট থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ৩০ জুন বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেন আইন ও সালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট পূর্ণিমা জাহান। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, অনিক আর হক ও মো. শাহিনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য সমালোচিত ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে নড়াইলের সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের এক ছাত্রের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত ১৮ জুন উত্তেজনা তৈরি হয়। কলেজের মুসলিম শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের বিক্ষোভের মুখে হিন্দু ছাত্রটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের অফিসে আশ্রয় নিয়েছিলেন। সে সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাত্রের পক্ষ নিয়েছেন—এমন অভিযোগে বিক্ষোভ থেকে উত্তেজনা বেড়ে যায়। পরে বিক্ষোভ থেকে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই ওই শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ উঠে।
নড়াইলে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন ও সালিস কেন্দ্রের পক্ষ থেকে করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এই নির্দেশ দেন। নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে ৬ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সেই সঙ্গে স্বপন কুমার বিশ্বাসের শারীরিক ও মানসিক সুস্থতা এবং তাঁর নিরাপত্তায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ ছাড়া শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নড়াইলের ডিসি, এসপি ও সংশ্লিষ্ট থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ৩০ জুন বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেন আইন ও সালিস কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট পূর্ণিমা জাহান। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, অনিক আর হক ও মো. শাহিনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য সমালোচিত ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে নড়াইলের সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের এক ছাত্রের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত ১৮ জুন উত্তেজনা তৈরি হয়। কলেজের মুসলিম শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের বিক্ষোভের মুখে হিন্দু ছাত্রটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের অফিসে আশ্রয় নিয়েছিলেন। সে সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাত্রের পক্ষ নিয়েছেন—এমন অভিযোগে বিক্ষোভ থেকে উত্তেজনা বেড়ে যায়। পরে বিক্ষোভ থেকে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই ওই শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ উঠে।
রাজশাহীর বাঘায় ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এসেছে। এক গ্রুপ ডিবি পুলিশের মাধ্যমে দলের সাবেক নেতাকে আটকের ব্যবস্থা করার পরদিন আরেক গ্রুপ থানায় গিয়ে তাঁকে ছাড়িয়ে নিয়েছে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা বলছেন, গ্রুপিং ও বিভক্তি দলে আরও গভীর হচ্ছে।
১৫ মিনিট আগেজামালপুরে একটি বেসরকারি হাসপাতালে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। একই সঙ্গে তারা জেলা বিএনপির কার্যালয়ে (অফিসে) হামলা চালিয়ে দুটি ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
১৮ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
৪৩ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। তাতে লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগে