উপহারের জন্য ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯: ০৪
প্রতীকী ছবি

উপহার দেওয়ার জন্য ডেকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার এক প্রবাসীসহ অজ্ঞাত তিনজনকে আসামি থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

এর আগে গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দু বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সৌদিপ্রবাসী সৈকত (২৫), তিনি উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের হালুকাইদ গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী বলেন, ‘গত কয়েক মাস ধরে সৈকতের সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। সেই সুবাদে তার সঙ্গে আমার মোবাইল ফোনে কথাবার্তা হয়। গত ৮ ডিসেম্বর বিকেলে আমার সঙ্গে দেখা করতে চায় সৈকত। আমি নিষেধ করি। তবুও সন্ধ্যার পর আমার বাড়ির পাশে এসে সৈকত ফোন করে আমাকে উপহার দেবে। উপহার দিয়ে সে চলে যাবে।

এরপর আমি বাড়ির পাশে বের হই। এরপর সৈকত আমাকে চুড়িসহ কিছু প্রসাধনী দেয়। দেওয়ার পরপরই সে বলে চল একটু সামনে যাই। এরপর একটু সামনে এগিয়ে গেলে সৈকত ফোন করে তার আরও তিন বন্ধুকে নিয়ে আসে। এরপর ওরা একে অপরের সঙ্গে পরামর্শ করে আমাকে ঝাপটে ধরে। এরপর সৈকতের অজ্ঞাত এক বন্ধু আমাকে ধর্ষণ করে। আমি ডাক–চিৎকার শুরু করলে এক লোক এসে আমাকে রক্ষা করে। এ সময় সৈকত ও তিন বন্ধু দৌড়ে পালিয়ে যায়।’

ভুক্তভোগীর বাবা বলেন, ‘দিনভর তিনি অটোরিকশা নিয়ে বাইরে থাকেন। তার মা মারা গেছে দুই বছর। ঘরে মেয়ে একা থাকে। ঘটনার দিন রাতে বাড়ি ফিরে এসব শুনতে পাই। অভিযুক্ত সৈকত তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে পাশবিক নির্যাতন করেছে। পরদিন স্থানীয়ভাবে সালিস করে বিষয়টি ধামাচাপা চেষ্টা করা হয়। আমাকে অনেক চাপাচাপি করা হয়েছে আপস হওয়ার জন্য। কিন্তু আমি থানায় অভিযোগ দিয়েছি। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জানতে চাইলে শ্রীপুর থানায় উপপরিদর্শক (এসআই) আব্দুর কুদ্দুস বলেন, ‘ভিকটিমের বাবার করা অভিযোগের ভিত্তিতে ঘানাস্থলে তদন্ত করা হয়। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার সম্ভব হয়নি। এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত