যাত্রাবাড়ীতে পুলিশের গাড়ির ধাক্কায় তরুণ নিহত, আহত তরুণী

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১১: ৫৮
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১২: ০৯

রাজধানীর যাত্রাবাড়ী ভাঙাপ্রেস এলাকায় পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন এক তরুণী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের ভাঙাপ্রেস ছাগলের আড়ত সংলগ্ন এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। 

আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। আহত তরুণী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

নিহত যুবকের নাম—রোমান (৩০)। আহত হয়েছেন মরিয়ম (২৫) নামে এক তরুণী। 

হাসপাতালে মৃত রোমানের বাবা মো. সেলিম জানান, তাদের বাড়ি ভোলার সদর উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াইল নিমতলী এলাকায় একটি কার্টুনের কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন রোমান। 

তিনি আরও জানান, গতরাতে তিনি মোবাইলের মাধ্যমে খবর পান তার ছেলে সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেলে গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোমান। 

রোমানের বাবা সেলিম বলেন, ‘জানতে পেরেছি ভাঙাপ্রেস এলাকায় রাস্তা পার হওয়ার সময় পুলিশ বহন করা বড় একটি গাড়ি তাদেরকে ধাক্কা দিয়েছে।’ 

আহত মরিয়মের মামা মো. রাব্বি হোসেন জানান, মরিয়মের পায়ে আঘাত লেগেছে। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। 

এ দিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ডেমরা রোডের ভাঙাপ্রেস ছাগলের আড়ত সংলগ্ন এক্সপ্রেসওয়েতে রোড ডিভাইডারের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে তারা দুজন রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন মারা যান এবং একজন আহত হন। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

তাদেরকে ধাক্কা দেওয়া গাড়িটি পুলিশের গাড়ি ছিল কি না এ বিষয়ে তিনি বলেন, ‘গাড়িটি পুলিশ লাইনের পিওএম এর গাড়ি ছিল।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত