নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফিয়া কবির আনিলা সমাজের অন্য সন্তানদের মতো বেড়ে উঠতে পারেনি। জন্মের আগেই মায়ের গর্ভে মস্তিষ্কের আঘাত জনিত কারণে শারীরিক প্রতিবন্ধী হিসেবে বেড়ে উঠেছে সে। তবে এই সীমাবদ্ধতা তাঁকে বেধে রাখতে পারেনি। আনিলা কাজ করেন জাতিসংঘের একজন কর্মী হিসেবে। পাশাপাশি আইন নিয়ে পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।
আনিলা বলেন, ‘দেশে প্রতিবন্ধীদের জন্য আইন আছে কিন্তু সে আইনের বাস্তবায়ন হয় না। এটি বাস্তবায়ন হলে আমাদের দুঃখ কষ্ট দূর হবে।’ রাস্তায় একটিও প্রতিবন্ধী বান্ধব বাস দেখা যায় না কেন, হুইলচেয়ারে বসেই আগত অতিথিদের প্রশ্ন ছুড়ে দেন আনিলা। সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রতিবন্ধীদের জন্য কেন পরীক্ষায় শ্রুতি লেখক পাওয়া যায় না, সেই জিজ্ঞাসাও তাঁর। এই ধরনের সমস্যায় আক্রান্তদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাসে লেকচার রেকর্ড করার অনুমতিও চায় সে।
রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ভবনে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আনিলা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এফসিডিও এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ও মস্তিষ্কের আঘাত জনিত কারণে শারীরিক প্রতিবন্ধী জীবন উইলিয়াম গমেজ। তিনি জানান, সুস্পষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হয় বাংলাদেশে ৩০ লাখ সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রতিবন্ধী আছেন। তাদের অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ নিতে হবে। মানসিকতার পরিবর্তন ঘটিয়ে প্রতিবন্ধীদের আপন করে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। তারা সমাজের অবহেলিত অংশ নয়। তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য বেশ কয়েকটি আইন প্রণয়ন করেছে সরকার। সায়েমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করা ও তাদের অধিকার আদায়ের জন্য দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, শুধু আইন করলেই হবে না, প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। বাসে নারী, প্রতিবন্ধীদের জন্য সিটের ব্যবস্থা থাকলেও তাদের বসতে দেওয়া হয় না। এই হীন মানসিকতার পরিবর্তন করে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আনিলার দাবিগুলো মেনে কাজ চলছে বলেও জানান তিনি।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রতিবন্ধীদের চলার পথকে গতিময় ও সহজ করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
সভাপতির বক্তব্যে এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য ৮টি বিভাগে আবাসনসহ কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে প্রতিবন্ধীদের জন্য নতুন যুগের সূচনা হবে।
অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী জানান, জন্মের ৬ মাসের মধ্যে সেরিব্রাল পালসি নির্ণয় করা গেলে চিকিৎসা সহজ হয়। তাই যদি জন্মের পর কোনো শিশুর মধ্যে এই রোগের কোনো লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান ও সহায়তা তুলে দেওয়া হয়।
আফিয়া কবির আনিলা সমাজের অন্য সন্তানদের মতো বেড়ে উঠতে পারেনি। জন্মের আগেই মায়ের গর্ভে মস্তিষ্কের আঘাত জনিত কারণে শারীরিক প্রতিবন্ধী হিসেবে বেড়ে উঠেছে সে। তবে এই সীমাবদ্ধতা তাঁকে বেধে রাখতে পারেনি। আনিলা কাজ করেন জাতিসংঘের একজন কর্মী হিসেবে। পাশাপাশি আইন নিয়ে পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।
আনিলা বলেন, ‘দেশে প্রতিবন্ধীদের জন্য আইন আছে কিন্তু সে আইনের বাস্তবায়ন হয় না। এটি বাস্তবায়ন হলে আমাদের দুঃখ কষ্ট দূর হবে।’ রাস্তায় একটিও প্রতিবন্ধী বান্ধব বাস দেখা যায় না কেন, হুইলচেয়ারে বসেই আগত অতিথিদের প্রশ্ন ছুড়ে দেন আনিলা। সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রতিবন্ধীদের জন্য কেন পরীক্ষায় শ্রুতি লেখক পাওয়া যায় না, সেই জিজ্ঞাসাও তাঁর। এই ধরনের সমস্যায় আক্রান্তদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাসে লেকচার রেকর্ড করার অনুমতিও চায় সে।
রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ভবনে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আনিলা।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এফসিডিও এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ও মস্তিষ্কের আঘাত জনিত কারণে শারীরিক প্রতিবন্ধী জীবন উইলিয়াম গমেজ। তিনি জানান, সুস্পষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হয় বাংলাদেশে ৩০ লাখ সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রতিবন্ধী আছেন। তাদের অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ নিতে হবে। মানসিকতার পরিবর্তন ঘটিয়ে প্রতিবন্ধীদের আপন করে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। তারা সমাজের অবহেলিত অংশ নয়। তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য বেশ কয়েকটি আইন প্রণয়ন করেছে সরকার। সায়েমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করা ও তাদের অধিকার আদায়ের জন্য দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, শুধু আইন করলেই হবে না, প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। বাসে নারী, প্রতিবন্ধীদের জন্য সিটের ব্যবস্থা থাকলেও তাদের বসতে দেওয়া হয় না। এই হীন মানসিকতার পরিবর্তন করে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আনিলার দাবিগুলো মেনে কাজ চলছে বলেও জানান তিনি।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রতিবন্ধীদের চলার পথকে গতিময় ও সহজ করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
সভাপতির বক্তব্যে এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য ৮টি বিভাগে আবাসনসহ কর্মসংস্থানের জন্য নতুন প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে প্রতিবন্ধীদের জন্য নতুন যুগের সূচনা হবে।
অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী জানান, জন্মের ৬ মাসের মধ্যে সেরিব্রাল পালসি নির্ণয় করা গেলে চিকিৎসা সহজ হয়। তাই যদি জন্মের পর কোনো শিশুর মধ্যে এই রোগের কোনো লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান ও সহায়তা তুলে দেওয়া হয়।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে