যাত্রীবেশে ২ প্রবাসীকে অচেতন করে লুট, গ্রেপ্তার ১

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১৭: ৩৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে দুই প্রবাসীর সর্বস্ব লুটের ঘটনায় অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর নাম মো. মামুন (৩১)। গতকাল বুধবার রাত ১০টার দিকে বিমানবন্দরের অভ্যন্তর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। 

আজ বৃহস্পতিবার বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এসব তথ্য জানান। গ্রেপ্তার মামুন কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, যাত্রীবেশে ব্যাগ নিয়ে বিমানবন্দরে ঘুরে বেড়াতো মামুন। পরে কৌশলে প্রবাসীর গন্তব্য জেনে একই দিকে যাবেন বলে সহযাত্রী হতেন। যাত্রাপথে সুযোগ বুঝে প্রবাসীকে অচেতন করে সর্বস্ব লুটে নিতেন। 

তিনি জানান, গত ৫ আগস্ট দুবাই থেকে আগত অজিত সরকারের সঙ্গে যাত্রীবেশী মামুনের পরিচয় হয়। কৌশলে প্রবাসীর গন্তব্য জেনে নেন প্রতারক মামুন। এর পর নিজেও একই দিকে যাবেন বলে এক সঙ্গে যাওয়ার প্রস্তাব দেন। আস্থা অর্জন করে পথিমধ্যে যাত্রী অজিত সরকারকে জুস পান করান। পরে অজিত অজ্ঞান হলে তাঁর সকল মালামাল নিয়ে পালিয়ে যান মামুন। 

একইভাবে দোহা থেকে ঢাকা ফেরার পর গত ৮ আগস্ট অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ইয়াসিন আরাফাত। পরে তিনি গত ১৩ আগস্ট বিমানবন্দর এপিবিএনে অভিযোগ করেন। অন্যদিকে অজিতও একই অভিযোগ করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে মামুনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালেও বিমানবন্দরের অভ্যন্তরে যাত্রী বেশে ঘোরাঘুরি করছিলেন তিনি। 

গ্রেপ্তারের পর নিজেকে যাত্রী দাবি করলেও পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যাত্রীকে অচেতন করে তাঁদের মালামাল লুটে নেওয়ার কথা মামুন স্বীকার করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত