উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে গাজী আবুল হাশেম (৭৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নং সড়কের ২৯ নং বাসায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণখানের গাওয়াইর মাঝিবাড়ি এলাকার মৃত আইয়ুব আলী গাজীর ছেলে আবুল হাশেম। উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাড়িতেই থাকতেন তিনি।
আবুল হাশেম ব্যবসায়ী ছিলেন। উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পঞ্চম তলায় তাঁর দোকান রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার উপ–পরিদর্শক (এসআই) মো. সাদেক খান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল। সেই সঙ্গে বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেছেন। পরে স্বজনেরা উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান।’
এসআই সাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।’
রাজধানীর উত্তরায় নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে গাজী আবুল হাশেম (৭৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নং সড়কের ২৯ নং বাসায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণখানের গাওয়াইর মাঝিবাড়ি এলাকার মৃত আইয়ুব আলী গাজীর ছেলে আবুল হাশেম। উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাড়িতেই থাকতেন তিনি।
আবুল হাশেম ব্যবসায়ী ছিলেন। উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পঞ্চম তলায় তাঁর দোকান রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার উপ–পরিদর্শক (এসআই) মো. সাদেক খান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল। সেই সঙ্গে বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেছেন। পরে স্বজনেরা উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান।’
এসআই সাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।’
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বাসচাপায় শামীমা আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনায় কবলিত বাসটি আটক করেছে। আজ শনিবার উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেসিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে