নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
শ্রাবণ নামে নিহত অপর একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুপাতো বোন মুক্তা। তিনি সাভার ডেইরি ফার্ম এলাকার মান্নান গাজীর ছেলে।
মুক্তা বলেন, আজ সোমবার দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শ্রাবণ মারা যান। তিনি মালয়েশিয়ায় পড়াশোনা করতেন। গত ১৬ জুলাই দেশে ফিরেছেন।
এদিকে আন্দোলনকারীরা এখনো সাভার থানা ঘেরাও করে রেখেছে। তাঁরা থানায় ঢোকার চেষ্টা করছে। পুলিশ গুলি ছুড়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।
এ ছাড়া সাভারের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের বাসায় আগুন ও লুটপাটের খবর পাওয়া গেছে।
সাভারে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।
শ্রাবণ নামে নিহত অপর একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুপাতো বোন মুক্তা। তিনি সাভার ডেইরি ফার্ম এলাকার মান্নান গাজীর ছেলে।
মুক্তা বলেন, আজ সোমবার দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শ্রাবণ মারা যান। তিনি মালয়েশিয়ায় পড়াশোনা করতেন। গত ১৬ জুলাই দেশে ফিরেছেন।
এদিকে আন্দোলনকারীরা এখনো সাভার থানা ঘেরাও করে রেখেছে। তাঁরা থানায় ঢোকার চেষ্টা করছে। পুলিশ গুলি ছুড়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।
এ ছাড়া সাভারের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের বাসায় আগুন ও লুটপাটের খবর পাওয়া গেছে।
গাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
৭ মিনিট আগেবিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
২৭ মিনিট আগেমাহিদ হাসান শিশির বলেন, ‘পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও
২৯ মিনিট আগেমাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৪০ মিনিট আগে