পি কে হালদারের দুই সহযোগীর জামিন আপিল বিভাগে স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ মে ২০২৪, ২০: ৫৭
আপডেট : ১৩ মে ২০২৪, ২১: ০৫

ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তাঁর স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত। 

দুর্নীতি দমন কমিশনের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট তাদের আগাম জামিন আদেশ স্থগিত করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। 

এর আগে গত ৯ মে পৃথক মামলায় বাসুদেব ব্যানার্জী এবং তার স্ত্রী পাপিয়া ব্যানার্জীকে শর্ত সাপেক্ষে আগাম জামিন দেন হাইকোর্ট। জামিনের শর্তে বলা হয়, তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। 

অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে গত বছরের ৮ অক্টোবর ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁর ১৩ সহযোগীকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন পি কে হালদার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত