চাঁদরাতে সাবেক স্ত্রীর বাড়িতে গুলি ছোড়া সেই ছাত্রলীগ নেতা রিমান্ডে, সহযোগী কারাগারে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩, ২১: ২১

রাজধানীর উত্তরখানে সাবেক স্ত্রীর বাড়িতে চাঁদরাতে গুলি ছোড়া সেই সাবেক ছাত্রলীগ নেতা মো. রিপন হোসেনকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে এনেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সহযোগী লুৎফর রহমান নয়নকে (২৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

উত্তরখান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল আজ রোববার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এসআই মোস্তফা কামাল জানান, গ্রেপ্তার হওয়া রিপন হোসেন ও লুৎফর রহমান নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে বিচারক শুনানি শেষে রিপনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং লুৎফর রহমান নয়নকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে উত্তরখান মুন্ডার অলংকার মোড় সংলগ্ন দাউদ মিয়ার বাড়িতে শুক্রবার দিবাগত রাতে গুলি ছোড়ার ঘটনা ঘটে। দাউদ মিয়ার মেয়ে পুতুল খান হলেন রিপনের সাবেক স্ত্রী। যদিও পুতুল দাবি, তাঁর স্বামী সন্তান থাকা সত্ত্বেও অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক বিয়ে করেছেন রিপন। 

রিমান্ডে থাকা ওই সাবেক ছাত্রলীগ নেতা হলেন, উত্তরখানের আটিপাড়া মসজিদ সংলগ্ন এলাকার আরিফ হোসেন ও নুর জাহান বেগম দম্পতির ছেলে। এ ছাড়াও উত্তরখান থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। 

অপরদিকে লুৎফর রহমান নয়ন হলে রিপনের অন্যতম সহযোগী ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নাচন মোহরী গ্রামের হোসেন আলীর ছেলে। বর্তমানে উত্তরখানে পুরানপাড়ার মধুবন এলাকার রোস্তম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার এসআই মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুন্ডা এলাকার একটি বাড়িতে চাঁদরাতে গুলি করার ঘটনায় দাউদ মিয়ার স্ত্রী মো. মসুফা বাদী হয়ে মামলা করেন। গুলি করে ভয়ভীতি, হুমকি প্রদানের অভিযোগে তিনি শনিবার দুপুরে উত্তরখান থানায় মামলাটি করেন। ওই মামলায় রিপনসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে।’ 

এসআই জহিরুল ইসলাম বলেন, ‘মামলার পর পরই উত্তরখান ও আশপাশে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে শনিবার রাত ১০টার দিকে উত্তরখানের আটিপাড়া এলাকা থেকে রিপনকে ও পুরানপাড়া এলাকা থেকে লুৎফর রহমান নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত