নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বনানীর নৌ সদর দপ্তরের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সেটিকে টেনেহিঁচড়ে নিয়ে পালানোর সময় যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলটির তেলের ট্যাংকে ঘর্ষণের ফলে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভালেও বাসটিকে রক্ষা করতে পারেনি তারা। আজ শনিবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
খালেদা ইয়াসমিন বলেন, আজ বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বনানীতে গিয়ে আগুন নেভায়। তবে বাসটিকে রক্ষা করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী একজন ট্রাফিক পুলিশ বলেন, বনানী ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী ছিটকে দূরে পড়ে যান। মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে সেটিকে বহুদূর টেনে নিয়ে যায় বাসটি। এ সময় রাস্তার সঙ্গে মোটরসাইকেলের তেলের ট্যাংকের সংঘর্ষে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। যাত্রীরা নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাসটি জে কে এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানির। বাসটি ঢাকা-শেরপুর চলাচল করে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসটি শেরপুর থেকে এসে বনানী হয়ে মহাখালীর দিকে যাচ্ছিল। বনানী ফ্লাইওভার থেকে বাসটি যখন নামছিল, তখন একটি মোটরসাইকেল ইউটার্ন নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে পড়ে যায়। মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে যান। বাসটি তখন মোটরসাইকেলটি নিয়ে অনেক দূর চালিয়ে যায়। এতে সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়।
রাজধানীর বনানীর নৌ সদর দপ্তরের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে সেটিকে টেনেহিঁচড়ে নিয়ে পালানোর সময় যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেলটির তেলের ট্যাংকে ঘর্ষণের ফলে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভালেও বাসটিকে রক্ষা করতে পারেনি তারা। আজ শনিবার বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
খালেদা ইয়াসমিন বলেন, আজ বিকেল ৪টা ২ মিনিটে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বনানীতে গিয়ে আগুন নেভায়। তবে বাসটিকে রক্ষা করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী একজন ট্রাফিক পুলিশ বলেন, বনানী ফ্লাইওভার থেকে নামার সময় বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী ছিটকে দূরে পড়ে যান। মোটরসাইকেলটি বাসের নিচে পড়লে সেটিকে বহুদূর টেনে নিয়ে যায় বাসটি। এ সময় রাস্তার সঙ্গে মোটরসাইকেলের তেলের ট্যাংকের সংঘর্ষে আগুন ধরে যায়। আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। যাত্রীরা নামতে পারলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাসটি জে কে এন্টারপ্রাইজ নামের একটি কোম্পানির। বাসটি ঢাকা-শেরপুর চলাচল করে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসটি শেরপুর থেকে এসে বনানী হয়ে মহাখালীর দিকে যাচ্ছিল। বনানী ফ্লাইওভার থেকে বাসটি যখন নামছিল, তখন একটি মোটরসাইকেল ইউটার্ন নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের চাকার নিচে পড়ে যায়। মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে যান। বাসটি তখন মোটরসাইকেলটি নিয়ে অনেক দূর চালিয়ে যায়। এতে সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
৯ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৩১ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৪১ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে