সাজার বিরুদ্ধে বিএনপি নেতা আমানের আপিল ও জামিনের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৫
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৪৮

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাঁর আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এ আপিল দায়ের করেন। একই সঙ্গে তাঁর জামিনের আবেদনও করা হয়েছে আপিলে।

গত ১০ সেপ্টেম্বর দুর্নীতির মামলায় দণ্ডিত আমান উল্লাহ আমান আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় একই বছরের ২১ জুন আমানকে ১৩ বছর এবং তাঁর স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আমান দম্পতি। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন।

গত ৩০ মে হাইকোর্ট আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত