আদালতে লোহার খাঁচা জাতির প্রতি মস্ত অপমান: ড. ইউনূস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৫: ২৭
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৬: ১১

আদালতে লোহার খাঁচা জাতির প্রতি মস্ত অপমান বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাতের মামলার শুনানি শেষে আদালত চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘আদালতে খাঁচার বিষয়টা আমি বারে বারে বলতে থাকব। এটা জাতির প্রতি একটা মস্ত অপমান। এ অপমান আমাদের সহ্য করা উচিত না।’

তিনি আরও বলেন, ‘বিচার বিভাগের প্রতি আবেদন জানাই, যত তাড়াতাড়ি সম্ভব খাঁচাগুলো সরিয়ে ফেলেন।’

ড. ইউনূস বলেন, ‘ভালো লাগল আজকে আমাকে খাঁচার মধ্যে নেয়নি। তবে এটার ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে চাই। এটা সবাইকে জানিয়ে গেলাম। আপনারাও (সাংবাদিক) বারে বারে লেখেন, যেন এটা হয়। এটা মানবতার প্রতি অপমান। কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে?’

তিনি বলেন, ‘এটা শুধু আমার বিষয় না। আমার বিষয়ে বলছি না। খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত। কারও ক্ষেত্রেই এটা প্রযোজ্য না। যেভাবেই হোক তিনি হয়রানির শিকার হচ্ছেন।’ তাঁর প্রতি ন্যায়বিচার করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম তারিখ পিছিয়ে আগামী ৫ আগস্ট দিন ধার্য করেন।

ড. ইউনূসের পক্ষে এক আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত