সাভার (ঢাকা) প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অনেকে। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের সেখানে আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ানো হয় না। তারা বইগুলো নিয়ে অপপ্রচারে নামছেন। যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা আমার বইতে বলা হয়নি। যে ছবি আমার বইতে নেই। মিথ্যাচার করে, ফটোশপ ও এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি আমাদের যারা শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ আমরা যারা মন্ত্রণালয়ের আছি, বিশেষ করে আমি যেহেতু মন্ত্রী। আমাদেরকে কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘একই অপশক্তি নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। যেখানে বইতে সুস্পষ্টভাবে বলা আছে, মানুষ বানর থেকে হয়নি। সেখানে তারা বলছে, বানর থেকে মানুষ হয়েছে। এই মিথ্যাচার কেন? এই অপপ্রচার কেন? আরও যা যা বলেছে, প্রত্যেকটির জবাব আছে। বইতে কোনো ভুল, এমনকি কোনো অস্বস্তি থাকলেও আমরা বিবেচনায় নেব।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অনেকে। সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী, যাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের সেখানে আমাদের জাতীয় শিক্ষাক্রমের বই পড়ানো হয় না। তারা বইগুলো নিয়ে অপপ্রচারে নামছেন। যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা আমার বইতে বলা হয়নি। যে ছবি আমার বইতে নেই। মিথ্যাচার করে, ফটোশপ ও এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে তারা অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি আমাদের যারা শিক্ষক, লেখক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ আমরা যারা মন্ত্রণালয়ের আছি, বিশেষ করে আমি যেহেতু মন্ত্রী। আমাদেরকে কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং হুমকি দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘একই অপশক্তি নির্বাচনকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। যেখানে বইতে সুস্পষ্টভাবে বলা আছে, মানুষ বানর থেকে হয়নি। সেখানে তারা বলছে, বানর থেকে মানুষ হয়েছে। এই মিথ্যাচার কেন? এই অপপ্রচার কেন? আরও যা যা বলেছে, প্রত্যেকটির জবাব আছে। বইতে কোনো ভুল, এমনকি কোনো অস্বস্তি থাকলেও আমরা বিবেচনায় নেব।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে